• সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:০৯ পূর্বাহ্ন

ঝালকাঠিতে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণা শুরু

/ ৬১ বার পঠিত
আপডেট: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠিতে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে ঝালকাঠি-২ আসনে সদর উপজেলার ১নং গাভারামচন্দ্রপুর ইউনিয়ন পার্টি অফিসে ইউনিয়ন কমিটির সভাপতি মো: রিয়াজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জাপা’র সভাপতি মো: আনোয়ার হোসেন আনু, প্রধানবক্তা সদর উপজেলার সভাপতি মো: আনোয়ার হোসেন তালুকদার, বিশেষ অতিথি ছিলেন জেলা জাপা’র সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু শহিদ, জেলা যুব সংহতির সভাপতি মো: ইউনুস হাওলাদার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহর শাখার যুগ্ম সম্পাদক আ: আলিম খলিফা, যুব সংহতির অন্যতম সদস্য আশ্রাফুল ইসলাম শাকিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, জেলা ছাত্রসমাজের আহ্বায়ক মো: মিজানুর রহমানপ্রমুখ।


প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচনে অংশ গ্রহন করার লক্ষ্যে মাঠে ময়দানে দলীয় কার্যক্রম চালাচ্ছে। জাতীয় পার্টি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন এর আশাবাদ ব্যক্ত করেন। তারা আরো বলেন, সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি পুন:রায় ক্ষমতায় আসবে। দেশের জনগন লাঙ্গলে ভোট ধেয়ার অধির আগ্রহ নিয়ে বসে আছে। নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে বিপুল ভোটে জাপা’র প্রার্থীরা বিজয় লাভ করবে।


আরো পড়ুন