• শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৮:১৮ পূর্বাহ্ন

নির্বাচনকালীন মন্ত্রিসভা ঠিক করবেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের

/ ৭০ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

অনলাইন ডেস্ক:
নির্বাচনের সময় মন্ত্রিসভা কেমন হবে, তা প্রধানমন্ত্রী ঠিক করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কাদের বলেন, প্রধানমন্ত্রীর গঠিত সেই মন্ত্রীসভার কাজ হবে শুধুমাত্র রুটিন ওয়ার্ক করা। আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে করবো, এর বাইরে আওয়ামী লীগের কোন চিন্তা নেই।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ইশতেহার উপকমিটির সভায় কাদের আরও বলেন, কে নিষেধাজ্ঞা দিলো আর না দিলো তা নিয়ে চিন্তিত না।

আমরা নির্বাচন করতে চাই, যারা নির্বাচনে বাধা দেবে তাদের নিষেধাজ্ঞা দেয়া হোক। সেতুমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। তারা দেশে সুষ্ঠু নির্বাচন চায় না।


আরো পড়ুন