• সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ পূর্বাহ্ন

গাজীপুরে ডাকাত দলের ৩ সদস্য আটক

/ ৬৩৩ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

গাজীপুর প্রতিনিধি:-
গাজীপুর মেট্রোপলিটন বাসন মেট্রো থানাধীন চান্দনা চৌরাস্তা দিঘিড়চালার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে ডাকাত দলের ৩ সদস্য কে গ্রেফতার করে বাসন থানা পুলিশ।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২.৪৫ ঘটিকায় গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানাধীন ১৬ নং দিঘিড়চালা এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উনিশে টাওয়ারের সামনে থেকে দেশীয় অস্ত্র দুইটি কুড়াল, একটি ছেনদাসহ তিন জনকে গ্রেফতার করা হয় বলে জানান গাজীপুর মেট্রোপলিটন বাসন থানা অফিসার ইনচার্জ আবু সিদ্দিক, তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র সহ আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন ১, মামুন (২৫) বরিশাল জেলার হিজলা থানার গঙ্গাপুরে মৃত গোলাম মোস্তফার ছেলে, গাজীপুর মহানগর বাসন থানাধীন মোগড় খাল এলাকায় ভাড়া বাসায় থাকেন। ২. মোঃ শাহজালাল (২৭) কুমিল্লার হোমনা থানার অনন্তপুর (ভূইয়া বাড়ি)’র মৃত হানিফের ছেলে, গাজীপুর মহানগর বাসন থানাধীন চান্দনার কাজী কবিরের বাড়ির ভাড়াটিয়া। মইজুদ্দিন (২৪) গাজীপুরের কাপাসিয়ার পাঁচুয়ার মৃত ফাইজুদ্দিনের ছেলে সে গাজীপুর মহানগর সদর থানা ট্যাংকিরপাড় এলাকায় বসবাস করেন।

বাসন থানা অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বলেন আসামীদের বিরুদ্ধে ৩৯৯/৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে।


আরো পড়ুন