• বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৯ পূর্বাহ্ন

জয়দেবপুরে ফুটপাত থেকে ১১ হকার গ্রেফতার

/ ৬২ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

গাজীপুর প্রতিনিধি:-
গাজীপুর মহানগরীর সদর থানা জয়দেবপুর বাজারের ফুটপাত থেকে ১১ জন হকার কে গ্রেফতার করেছেন সদর থানা পুলিশ। জয়দেবপুর বাজারের ফুটপাত দখল মুক্ত রাখতে অভিযান চালিয়ে জয়দেবপুর বাজার রোড, মুক্তমঞ্চ, থানা রোডের হকারদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরাঃ হাসান মিয়া(২৫) কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার মাইজঘড় এলাকার মোঃ আবু মিয়ার ছেলে, গাজীপুর মহানগর সদর থানা গণি মুন্সির ছেলে। মোঃ টিক্কা খান, জামালপুর জেলা সদর থানা কাচারী পাড়ার আঃ রহমানের ছেলে, গাজীপুর মহানগর সদর থানার সাহাপাড়ায় বসবাস করে। শাহ আলম (২৫) কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার হাতিমারা এলাকার আবুল কাশেমের ছেলে, গাজীপুর মহানগর সদর থানা ভুরুলিয়া ভাড়ায় থাকেন।

সুমন মোল্লা (৩২) মাদারীপুরের শিবচর থানার হাজীপুর এলাকার ধনু মোল্লার ছেলে, গাজীপুর মহানগর সদর থানা উত্তর ছায়াবিথীতে থাকতেন। আল আমিন (৩৫), ময়মনসিংহের নান্দাইল থানার রাজবাড়িয়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে সে গাজীপুর মহানগর সদর থানার, শশ্মানে ভাড়া বাড়িতে বসবাস করেন।মোঃ খোকন (৩৭) নীলফামারীর সদর থানার উকিলপাড়ার বজলুল করিমের ছেলে, ময়মনসিংহের গফরগাঁওয়ের মজিখারুয়ার(ফয়েজ উদ্দিনের বাগির ভাড়াটিয়া)।

মোঃ আশারাফুল ইসলাম (৩০) ময়মনসিংহের গফরগাঁও থানার মহিখারুয়া গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। মোঃ আরাফাত (১৮) গাজীপুর জেলা জয়দেবপুর থানার হোতাপাড়া আরিফের ছেলে। আব্দুল খালেক (৭০), গাজীপুর মহানগর সদর থানার মুন্সিপাড়ার আব্দুল হালিমের ছেলে। মোঃ শাহিন (৩৯) জামালপুরের সরিষাবাড়ি থানার ভাটারা হাতেম আলীর ছেলে, গাজীপুর মহানগর গাছা থানার বড়বাড়ি (মনিরুজ্জামানের বাড়ির ভাড়াটিয়া) । মোঃ মোমিন মিয়া (২১) জামালপুর জেলা বকশিগঞ্জ থানার বাটিকলকীহারা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সে গাজীপুর মহানগর সদর থানা রথখোলা ( রাজীবের বাসার ভাড়াটিয়া)।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানা অফিসার ইনচার্জ জিয়াউল ইসলাম বলেন আসামীগন দীর্ঘদিন সদর থানাধীন জয়দেবপুর বাজার, থানা রোড, মুক্তমঞ্চ এলাকায় ফুটপাতে ভাসমান দোকান বসিয়ে জনগণের চলাচলের জন্য এসব রাস্তায় জনদূর্ভোগ সৃষ্টি করে আসছেন, বলার পরেও দোকান না সরালে তাদের গ্রেফতার করা হয়। বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।


আরো পড়ুন