মোঃ কাজল মিয়া গাজীপুর প্রতিনিধি:-
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের দিক নির্দেশনায়, অপরাধ (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এর তত্ত্বাবধানে, সহকারী পুলিশ কমিশনার (সদর জোন) এর দিক নির্দেশনায় সদর থানার একটি টিম অফিসার ইনচার্জ, সদর থানা, জিএমপি, গাজীপুর এর নেতৃত্বে জিএমপি, সদর থানাধীন তরৎপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৫ সেপ্টেম্বর, ২০২৩, সকাল ০৭.৩০ মিনিটের সময় ০২(দুই) জন আসামীকে গ্রেফতার করে।
ঘটনার বিবরণঃ বাদী মোছাঃ রাজিয়া সুলতানা (৪০), সদর থানাধীন সামান্তপুর এলাকায় নূর ইসলাম এর বাসায় ভাড়াটিয়া হিসেবে তার মেয়ে মোছাঃ গোলাপী (১৮), মেয়ের জামাই মোঃ শুকুর আলী (২১) সহ দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। গত ইং-২৪/০৯/২০২৩ তারিখ রাত অনুমান ০৩.০০ ঘটিকায় আসামী মোঃ সাহেব (২৩) বাসায় এসে বাদীর মেয়ে মোসাঃ গোলাপী ও মেয়ের জামাই মোঃ শুকুর আলীর সাথে কথা আছে বলে তাদের ডেকে নিয়ে ইং-২৪/০৯/২০২৩ তারিখ রাত অনুমান ০৪.২০ মিনিটের সময় সদর থানাধীন তরৎপাড়া সাকিনস্থ তরৎপাড়া জঙ্গলের গভীরে নিয়ে আসামী মোঃ সাহেব (২৩) সহ অপর আসামী মোঃ কামরুল হাসান (২০) ভিকটিমের স্বামীর গলায় সামুরাই ধরে উক্ত জঙ্গলের ভিতরে ভিকটিম মোছাঃ গোলাপীকে ০২ জন আসামী পালাক্রমে গণধর্ষণ করে।
গ্রেফতারকৃত আসামীঃ-
১. মোঃ সাহেব(২৩), পিতা-আব্দুল মজিদ তালুকদার, স্থায়ী: গ্রাম- সামান্তপুর দক্ষিণপাড়া, উপজেলা/ থানা- সদর, গাজীপুর মহানগর, গাজীপুর, বাংলাদেশ।
২. মোঃ কামরুল হাসান (২০), পিতা- মোঃ মোকসেদ আলী, মাতা- মোসাঃ নাজমা বেগম, গ্রাম- সামান্তপুর (ফকিরবাড়ী) , উপজেলা/থানা- সদর থানা, জেলা -গাজীপুর, বাংলাদেশ। উক্ত ঘটনায় জিএমপি, সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।