• মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১০:৩৮ অপরাহ্ন

কুমিল্লায় র‍্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক দুই আসামী গ্রেফতার

/ ৮২ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ মাহফুজ আনোয়ার সৌরভ, কুমিল্লা প্রতিনিধি:-
কুমিল্লায় র‍্যাব-১১, সিপিসি-২ এর বিশেষ অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা এলাকা হতে ইব্রাহীম হাসান ওরফে ইবু (২৩) হত্যা মামলার এজাহারনামীয় ০২ আসামীকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গত ২২ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ বিকাল আনুমানিক ০৫:০০ ঘটিকার সময় কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আড়াইওড়া ভোলানগর এলাকা হতে পুলিশ একটি অর্ধগলিত লাশ উদ্ধার করে। পরবর্তীতে ভিকটিমের পরিবার কর্তৃক ভিকটিমের লাশ শনাক্ত হয় এবং ভিকটিমের পরিচয় ইব্রাহীম হাসান ওরফে ইবু (২৩), পিতা-মোঃ রুবেল মিয়া, সাং-চম্পকনগর (সাতরা পশ্চিম পাড়া), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা মর্মে জানা যায়। এরই প্রেক্ষিতে ভিকটিমের স্ত্রী মোসাঃ মরিয়ম আক্তার (২১) বাদী হয়ে ০৪ জন আসামীসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় মামলা নং-৯৫, তারিখ-২৫/০৯/২০২৩ইং ১৮৬০ সালের পেনাল কোড ৩০২/২০১/৩৪ ধারা মূলে একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রাথমিক অনুসন্ধান ও এজাহার বিশ্লেষণ করে জানা যায় যে, ভিকটিম পেশায় একজন ইজিবাইক চালক এবং ভিকটিমের সাথে গ্রেফতারকৃত আসামীসহ অন্যান্য আসামীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মনোমানিল্য চলমান ছিল।

গত ১৪/০৯/২০২৩ইং তারিখ রাতে ভিকটিম বাড়ী থেকে বের হয়ে যায়। এসময় ভিকটিমের স্ত্রী তাকে কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করলে ভিকটিম জানায় তার গ্রেফতারকৃত আসামী রমজান, রানা সহ অন্য দুই আসামীর সাথে কিছু কাজ আছে। ঐ রাতে ভিকটিম বাড়ীতে ফিরে না আসলে ভিকটিমের স্ত্রী সকল আত্নীয় স্বজনদের বাড়ী সহ সম্ভাব্য অন্যান্য স্থানে খোজাখুজি করে ভিকটিমকে খুজে পায় না।

পরবর্তীতে ভিকটিমের স্ত্রী গ্রেফতারকৃত আসামী রমজান ও রানা সহ অন্য দুই আসামীকেও জিজ্ঞাসা করলে তারা ভিকটিমের কোন খোজ জানে না মর্মে ভিকটিমের স্ত্রীকে অবহিত করে। অতঃপর গত ২২/০৯/২০২৩ইং তারিখে লোক মারফত পাওয়া তথ্যের ভিত্তিতে ভিকটিমের স্ত্রী উদ্ধারকৃত ভিকটিমের অর্ধগলিত লাশ সনাক্ত করে।

এই ঘটনার পরপরই র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ছায়াতদন্ত শুরু করে ও হত্যা মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে তৎপরতা শুরু করে।

এরই ধারাবাহিকতায় গত ২৬ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ রাত আনুমানিক র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি বিশেষ আভিযানিক দল এই হত্যা মামলার এজাহারনামীয় ০২ নং আসামী রানা (২৩), পিতা-রশিদ মিয়া ও ০৩ নং আসামী মোঃ রমজান (৩৫), পিতা-ফজলু মিয়া, উভয় সাং-চম্পকনগর (সাতরা), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লাদেরকে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো পড়ুন