মোঃ মাহফুজ আনোয়ার সৌরভ, কুমিল্লা প্রতিনিধি:- কুমিল্লা বাঙ্গরার খালে কচুরিপানা নিচে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।মুরাদনগর সার্কল (এএসপি) পিযুষ চন্দ্র দাস জানান-জেলার মুরাদনগর উপজেলার কুড়াখাল গ্রামের কুড়াখালের কচুরিপানা নিচে থাকা এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত লাশের বয়স ২৫ থেকে ৩০ অনুমান করলেও জানা যায়নি লাশের পরিচয়। বিবস্ত্র লাশের দু-পা ও কোমড়ে দড়ি দিয়ে বাধাঁ ছিলো।
মুরাদনগর – বি সার্কেল এএসপি পিযুষ চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়রা জানায়, কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা ৭নং বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের কুড়াখাল গ্রামের কুড়াখাল টু দীঘি পাড় সড়কের দক্ষিণ পার্শ্বে মৃতঃ খালের কচুরিপানা নিচে অজ্ঞাত নামা মহিলার লাস উদ্ধার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সবুজ মিয়া,আ’লীগ নেতা আবুল কালাম আজাদ বলেন, মহিলার লাসের দেহ পঁচে ফুলে গেছে। তার দু পা ও কোমড়ে দড়ি দিয়ে বাধাঁ ছিলো।
শরিলে কোন কাপড় ছিলো না। বাঙ্গরা বাজার থানা ওসি মোঃ রিয়াজ উদ্দীন সরকার বলেন, কুড়াখাল গ্রামের কৃষি জমির পাশে খালে কচুরিপানা নিচে অজ্ঞাত মহিলার লাশ দেখতে পায় রোয়া ধান পরিস্কার করতে আসা দিন মুজুর পঁচা গন্ধ পেয়ে এগিয়ে গিয়ে দেখতে পায় মানুষের লাস। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সবুজ মিয়া কে জানালে সবুজ মিয়া থানায় খবর দেয়। বাঙ্গরা বাজার থানার ওসি মোঃ রিয়াজ উদ্দীন সরকার জানান, কুড়াখাল গ্রামের খালে পঁচা গন্ধ পেয়ে লাশের দেখা মিলে এমন সংবাদ স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সবুজ মিয়া জানান ।
বাঙ্গরা থানা ও মুরাদনগর থানায় কোন নিখোঁজের কোন ডায়েরি নেই । এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং উক্ত ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে।