অদ্য ২৫ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার নগরকান্দা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মামলা নং-১৭৪/১৩, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ৯(১) টেবিল ৩(খ)। উক্ত মাদক মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃ বাবলু মোল্যা, পিতা-তোতা মোল্যা, সাং-মুনসুরাবাদ, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর’কে গ্রেফতার করে।
এছাড়া গতকাল ২৪ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ দুপুরে র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন ভাগ্যকুল এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রাজধানী ঢাকার কদমতলী থানার মামলা নং-৫৬/১৬, ধারাঃ ১৯(১) এর ১(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০। উক্ত মাদক মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃ সুমন ওরফে ব্ল্যাক সুমন (৩৫), পিতা-মোঃ আবুল কাশেম, সাং-বাগড়া, থানা-শ্রীনগর, জেলা-মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামিরা উপরোক্ত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে। তারা মামলা রুজুর পর থেকে ফরিদপুরের ভাঙ্গা ও মুন্সিগঞ্জের শ্রীনগরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।