খালিদ হাসান, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:-
নোয়াখালী সুবর্ণচরে নবাগত ওসি হুমায়ুন কবির এর সঙ্গে উপজেলার তিনটি প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় থানার অফিসার ইনচার্জ এর কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নবাগত ওসি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে এবং দালাল মুক্ত চরজব্বার থানায় সেবা প্রদান করতে আমরা সব সময় প্রস্তুত।
মতবিনিময় আলোচনায় বক্তব্য রাখেন সুবর্ণচর প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক কামাল চৌধুরী, সুবর্ণচর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি লিটন চন্দ্র দাস,সুবর্ণ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আব্দুল বারী বাবলু, আজকের পত্রিকার প্রতিনিধি মুজাহিদুল ইসলাম সোহেল, আমাদের সময় প্রতিনিধি আরিফুর রহমান,বাংলা ৭১ প্রতিনিধি ইমাম উদ্দিন সুমন, হানিফ মাহমুদ,আবুল বাশার, ইব্রাহিম খলিল,কালবেলা প্রতিনিধি দিদারুল আলম, দৈনিক জবাবদিহি প্রতিনিধি খালিদ হাসান, মাহমুদুল হাসান সহ আরো অনেকে উপস্থিত ছিলো।