• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১১:৪২ অপরাহ্ন

নবীগঞ্জে একাধিক চুরির মামলাসহ ওয়ারেন্টভূক্ত পলাতক ০৩ আসামী গ্রেফতার

/ ১৩৬ বার পঠিত
আপডেট: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

নবীগঞ্জ প্রতিনিধি:-
নবীগঞ্জ উপজেলায় একাধিক চুরির মামলার পলাতক দুই আসামীসহ ওয়ারেন্টভূক্ত এক আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানার একদল পুলিশ। গতকাল রবিবার (২৪ সেপ্টেম্বর) রাতে কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেফতার করে। এবং বনগাঁরও এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন, কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের চাঁনপুর গ্রামের কাছুম মিয়ার পুত্র মোঃ মিজানুর রহমান (২৩), রামপুর গ্রামের মৃত ছুয়াব উল্লাহর পুত্র মোফাজ্জল হোসেন (৩২), ও ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী হলো, বনগাঁও গ্রামের আকিব মিয়ার পুত্র রিমন মিয়া কে গ্রেফতার করেছে পুলিশ। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ডালিম আহমেদ এর দিকনির্দেশনায় এএসআই জামাল হোসেন সরকার এর নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ডালিম আহমেদ, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন সোমবার সকালে তাদের হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।


আরো পড়ুন