• মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১১:১৪ অপরাহ্ন

২০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক; পরিবহন জব্দ

/ ৩৪৬ বার পঠিত
আপডেট: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

র‍্যাব-৭, চট্টগ্রাম বিশেষ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে প্রাইভেটকার যোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বহন করে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানি দল গত ২৪ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ আনুমানিক ০৬.০০ ঘটিকায় চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী এলাকায় পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে।

এসময় চেক পোস্টের দিকে আসা সন্দেহজনক ০১টি প্রাইভেটকার’কে থামার সংকেত দিলে প্রাইভেটকারটি না থামিয়ে পালানোর চেষ্টাকালে আসামী আসামী ১। মোঃ সোহাগ মিয়া (৩০), পিতা-মৃত মনতাজ মিয়া, সাং-অলিপুর, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা এবং ২। মোঃ বখতিয়ার ওরফে মানিক (২৫), পিতা-মোঃ ইলিয়াস, সাং-নজু মিয়ার হাট, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম’দের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের দেখানো ও নিজ হাতে প্রাইভেটকারের ব্যাক ঢালার ভিতর হতে বের করে দেয়া মতে ০১টি প্লাস্টিকের বস্তা হতে ২০ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয় ।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে,  তারা পরস্পর যোগসাজসে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক সেবনকারী এবং মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তার করা হয়েছে।


আরো পড়ুন