• বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৯ পূর্বাহ্ন

অস্ত্র মামলায় পলাতক আসামী ইলিয়াস’কে গ্রেফতার করেছে র‍্যাব-৭

/ ৮৯ বার পঠিত
আপডেট: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

র‍্যাব-৭, চট্টগ্রাম বিশেষ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার মামলা নং-৩৬, তারিখ ২২ আগস্ট ২০২৩, ধারা- ১৮৭৮ সালের The Arms Act 19-A এর এজাহার নামীয় পলাতক আসামী ইলিয়াস চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ি এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখ সময় আনুমানিক ০৫.৩০ মিনিটের সময় র‍্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী ইলিয়াস (৩১), পিতা- আলকাজ চৌধুরী, সাং- এওয়াজপুর, থানা- শশীভূষণ, জেলা- ভোলা’কে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং সে সূত্রে বর্ণিত মামলার এজাহার নামীয় পলাতক আসামী মর্মে স্বীকার করে। উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামী ইলিয়াস এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ০২ টি মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো পড়ুন