• মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১০:২৪ অপরাহ্ন

স্থানীয় কোন্দলে সাংবাদিক তুষার দাশের উপর হামলা

/ ১৩৩ বার পঠিত
আপডেট: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

চট্টগ্রাম প্রতিনিধি:-
চট্টগ্রামের মিরসরাই এর ১১ নং মঘাদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার মিরসরাই প্রতিনিধি সাংবাদিক তুষার দাশ এর উপরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সাংবাদিক তুষার দাশ জানান স্থানীয় প্রতিবেশী রুবেল দাশ গং এর সাথে চলাচলের রাস্তায় পানি নিষ্কাষনের বিষয়ে কথা কাটা কাটি ও পূর্ব শত্রুতার জের ধরে এই হামলার শিকার হন তিনি। তিনি জানান, সকাল আনুমানিক দশটার দিকে প্রতিপক্ষ বাহিনী তুষার দাশের ঘরে ডুকে স্ত্রী পুত্র সহ পরিবারের উপর হামলা চালায়। এসময় তুষার দাশের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। জাতীয় জরুরি নম্বর ৯৯৯ এ ফোন করলে মিরসরাই থানার এস আই মোরশেদ টিম নিয়ে এসে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করে। হাসপাতাল থেকে ফিরে মিরসরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন তুষার দাশ। এ বিষয়ে রুবেল দাশ এর কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা কোন মারধর করিনি, সামান্য কথা কাটাকাটি হয়েছে।


আরো পড়ুন