• মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১০:৪৮ অপরাহ্ন

কুমিল্লায় তদারকি অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা

/ ৭১ বার পঠিত
আপডেট: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ মাহফুজ আনোয়ার সৌরভ, কুমিল্লা প্রতিনিধি:-
আজ শ‌নিবার ২৩ সেপ্টেম্বর জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক ম‌হোদ‌য়ের সদয় নি‌র্দেশনা মোতা‌বেক কুমিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লার চকবাজার পাইকা‌রি বাজা‌রে ম‌নিট‌রিং কার্যক্রম প‌রিচালনা করা হয়। এ সময় তা‌দের মজুদ, ক্রয় ভাউচার ও বেচা-‌বিক্রির তথ্য যাচাই করা হয়।

অ‌ভিযা‌নে আলুর ক্রয়ের ভাউচার নকল করা, নি‌জে‌দের ম‌তো রেট ব‌সি‌য়ে দাম নির্ধারণ করা হ‌চ্ছে এবং ক্রয়ের বৈধ কোন প্রমাণক/ভাউচার প্রদর্শন কর‌তে না পারায় ১০৮ বস্তা (৬,৪৮০ কে‌জি) আলু জব্দ ক‌রে স‌রকার নির্ধা‌রিত রেট ৩৫ টাকায় ভোক্তা সাধার‌ণের মা‌ঝে বি‌ক্রি ক‌রে দেওয়া হয়।

এছাড়াও আজ মূল্য তা‌লিকা প্রদর্শন না করা এবং ক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় ২‌টি প্রতিষ্ঠান‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

বেলা সা‌ড়ে ১০টা থে‌কে সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ তদার‌কি কার্যক্রমে স্যানিটারি ইন্স‌পেক্টর ইসরাইল হো‌সেন, চকবাজার ব্যবসায়ী স‌মি‌তি এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে বলে জানান সহকারী পরিচালক আছাদুল ইসলাম।


আরো পড়ুন