• শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৮:২৩ পূর্বাহ্ন

ডাকাতি কাজে ব্যবহৃত সামুরাই দা, চাকু, হেসকো ব্লেড’সহ গ্রেফতার ০৪

/ ২৮৬ বার পঠিত
আপডেট: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের দিক নির্দেশনায়, অপরাধ (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এর তত্ত্বাবধানে সদর থানার একটি টিম অফিসার ইনচার্জ, সদর থানা, জিএমপি, গাজীপুর এর নেতৃত্বে জিএমপি, সদর থানাধীন মারিয়ালী কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করে ২৩ সেপ্টেম্বর, ২০২৩, রাত ০১.৫০ মিনিটের সময় ডাকাতির প্রস্তুতি গ্রহন কালে ০৪(চার) জন আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীঃ-
১. মোঃ জুয়েল রানা (২৬), পিতা-মোঃ হাফিজ উদ্দিন, মাতা-মোসাঃ সেলিনা বেগম, স্থায়ী: গ্রাম- বড় ডাংরি, উপজেলা/থানা- ঈশ্বরগঞ্জ, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ: বর্তমান: গ্রাম- মারিয়ালী মধ্যপাড়া পুকুরপাড় (শ্বশুর সালাম এর সরকারী খাস জায়গার বাড়ী), উপজেলা/থানা- সদর, গাজীপুর মহানগর, গাজীপুর, বাংলাদেশ।
২. মোঃ সাদিক মিয়া (২৬), পিতা-আফসার উদ্দিন আশু, মাতা-সাবিনা খাতুন, স্থায়ী: গ্রাম- মারিয়ালী (শহীদ নিয়ামত সড়ক), উপজেলা/থানা- সদর, গাজীপুর মহানগর, গাজীপুর, বাংলাদেশ।
৩. রাকিবুল হাসান রাব্বি(২৪), পিতা-আব্দুল কাদের, মাতা-নূর জাহান বেগম, স্থায়ী: গ্রাম- ভুরুলিয়া (শ্বশুর জামালের বাসায় ঘর জামাই থাকে) (ভাসমান), উপজেলা/থানা- সদর, গাজীপুর মহানগর, গাজীপুর, বাংলাদেশ।
৪. মোঃ মিরাজ হোসেন (২০), পিতা-মোঃ রঞ্জ হোসেন, মাতা-মোসাঃ কমলা খাতুন, স্থায়ী: গ্রাম- উমেদগঞ্জ, উপজেলা/থানা- দূর্গাপুর, জেলা -নেত্রকোনা, বাংলাদেশ: বর্তমান: গ্রাম- কাজীবাড়ী (শামসুল হক এর বাসার ভাড়াটিয়া), উপজেলা/থানা- সদর, গাজীপুর মহানগর, গাজীপুর, বাংলাদেশ।

উক্ত আসামীগণ দীর্ঘদিন ধরে জিএমপি সদর থানা সহ বিভিন্ন জায়গায় ছিনতাই করে আসছে।

উক্ত ঘটনায় জিএমপি, সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীগণের বিরুদ্ধে একাধিক মামলা রহিয়াছে।

জিএমপি সদর থানা এলাকার সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী, কিশোর গ্যাং এবং যে কোন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে জিএমপি, সদর থানা পুলিশি অভিযান অব্যাহত আছে।


আরো পড়ুন