স্টাফ রিপোর্টার:-
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সিলেট বিভাগীয় কমিটির সদস্য সাংবাদিক মুকিম উদ্দিনের পিতা আব্দুস সামাদ (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বার্ধক্যজনিত কারনে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামে তিনি তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব মোঃ সুমন সরদার সহ সকল কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।