মোঃ মাহফুজ আনোয়ার সৌরভ, কুমিল্লা প্রতিনিধি:-
কুমিল্লায় নিখোঁজের ১০ দিন পর ইব্রাহিম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে জেলার আদর্শ সদর উপজেলার নেয়াপাড়া হার্ট ফাউন্ডেশনের পেছনে এমরান ব্রিকস ফিল্ডের পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত ইব্রাহিম (২৪) আদর্শ সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নের সাতরা পশ্চিমপাড়া এলাকার রুবেল মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী মরিয়ম বেগম জানায়, গত ১৩ সেপ্টেম্বর রাতে একই এলাকার শাকিল, মাসুম ও রানার সঙ্গে মাছ ধরতে বাড়ি থেকে বের হন তার স্বামী। রাতে বাড়ি ফিরে না আসায় বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি।
১৯ সেপ্টেম্বর কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় বিষয়টি জানানো হলে পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেন। শুক্রবার বিকালে নেয়াপাড়া এমরান ব্রিকস ফিল্ড সংলগ্ন এলাকায় অজ্ঞাত মরদেহ পাওয়ার খবরে সেখানে ছুটে যান। পরে স্বামীর জামাকাপড় দেখে মরদেহ শনাক্ত করেন।
তিনি আরও জানায়, বেশ কিছু দিন ধরে এলাকার কয়েকজনের সঙ্গে ইব্রাহিমের বিরোধ চলছিল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ জানান, এ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
গত ২২/০৯/২০২৩খ্রি: তারিখ ২৩:২০ ঘটিকার সময় কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান এবং সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা রেললাইন এর পূর্ব পাশে রুপিয়া বেগম @ মালু এর বসত ঘরের সামনে ইটের স্তুপ এর ভিতর তল্লাশী করে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রাজিয়া আক্তার প্রঃ ইতি (২৪), পিতা-আক্তার হোসেন, মাতা- রুপিয়া বেগম প্রঃ মালু প্রঃ কালু, উপজেলা/থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা -কুমিল্লাকে গ্রেফতার করা হয়।
এই সংক্রান্তে উক্ত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ,এফআইআর নং-৮৭ তারিখ- ২৩/০৯/২০২৩; ধারা- ৩৬(১) সারণির ১৯(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ তে মামলা রুজু করা হয়।