গত ২১/০৯/২০২৩ইং তারিখ জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি চৌকস টিম কুমিল্লা জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে। গত ২১/০৯/২০২৩ইং তারিখ রাত্র ০৮.৩৫ মিনিটের সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে কয়েকজন অবৈধ অস্ত্রধারী অস্ত্র (পিস্তল/রিভলভার) নিয়ে বৌয়ারা বাজার সীমান্তবর্তী এলাকা হতে ০২টি লাল-কালো পালসার মোটর সাইকেল যোগে বালুতোপার দিকে আসছে।
কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম(বার) এর সার্বিক দিক নির্দেশনায় উক্ত সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা কোতয়ালী মডেল থানাধীন ০৬নং জগন্নাথপুর ইউপির বালুতোপা গ্রামের বৌয়ারা বাজার-টু-বালুতোপাগামী রোডের মেসার্স রাফাইদা কসমেটিক্স দোকানের সামনে অস্থায়ী পুলিশী চেকপোষ্ট পরিচালনা করে। উক্ত চেকপোষ্ট পরিচালনাকালে কুমিল্লা-ল-১২-৪২৮১ রেজিঃ নম্বরের একটি পালসার মোটর সাইকেল ও রেজিঃ নম্বরবিহীন একটি পালসার মোটর সাইকেল সন্দেহজনকভাবে দ্রুত চেকপোষ্ট অতিক্রম করার চেষ্টা করে। তখন চেকপোষ্ট পরিচালনাকারী অফিসার ও ফোর্সগণ উক্ত ০২টি মোটরসাইকেল আটক করে।
ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে মোটরসাইকেল আরোহী ১। মোঃ রিপন (৩২), পিতা-মোঃ রকিব, গ্রাম-২য় মুরাদপুর, ২। মোঃ সাজ্জাদ আলম (২১), পিতা-মোঃ জানে আলম, গ্রাম-ঠাকুরপাড়া, ৩। কাজী আল রাব্বী (২৯), পিতা-কাজী আল মনসুর লিটন, গ্রাম-উত্তর চর্থা, ৪। মোঃ মোস্তফা রেজওয়ান হায়দার (২৯), পিতা-মৃত আলী হায়দার, গ্রাম-ঠাকুরপাড়া, সর্বথানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা‘দের বিধি অনুযায়ী দেহ তল্লাশী করে ম্যাগজিন সহ ০১টি বিদেশী পিস্তল, ০১টি রিভলভার, ০৫ রাউন্ড গুলি এবং ০২টি মোটরসাইকেল উদ্ধারপূর্বক ০৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকা হতে এসব অবৈধ অস্ত্র ও গুলি সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে থাকে।তাছাড়া আসামী মোঃ মোস্তফা রেজওয়ান হায়দারকে আরো ব্যপক জিজ্ঞাসাবাদে তার ঠাকুরপাড়া বসতবাড়ি হতে তার দেখানো মতে আরো ৭ রাউন্ড গুলি, ০২টি ম্যাগজিন, ০১ টি পিস্তলের গুলির খোসা ও ০২টি পিস্তলের কভার উদ্ধারপূর্বক বিধি অনুযায়ী জব্দ করা হয়।
এ সংক্রান্তে এসআই/বিল্লাল হোসেন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-৮২, তারিখ-২২/০৯/২০২৩ খ্রিঃ রুজু হয়।
উল্লেখ্য যে, ০১নং আসামী রিপন (৩২) এর বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ ৩টি মামলা, ৩নং আসামী কাজী আল রাব্বী (২৯) এর বিরুদ্ধে ০১টি মামলা এবং ৪নং আসামী মোঃ মোস্তফা রেজওয়ান হায়দার (২৯) এর বিরুদ্ধে ০১টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। মাননীয় পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের নির্দেশনা মোতাবেক অস্ত্র, চোরাচালান ও মাদককারবারী এবং তাদের মদদদাতাদের গ্রেফতার ও সনাক্তকরণে অভিযান অব্যাহত আছে।