গত ২০/০৯/২০২৩ ইং তারিখ জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই(নিঃ)/দিবাকর রায়, এএসআই/সজীব বড়ুয়া, এএসআই/মোহাম্মদ ফোরকান ও সংগীয় ফোর্সসহ কুমিল্লা জেলার সকল থানা এলাকায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে ২০/০৯/২৩ ইং তারিখ অনুমান ০৮০:২৫ মিনিটের সময় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন শ্রীবল্লভপুর (পদুয়ার বাজার বিশ্বরোড) সাকিনে ছন্দু হোটেল এর বিপরীত পাশে ঢাকা-টু-চট্টগ্রাম গামী মহাসড়কের উপর পৌঁছে আসামী তকদীর হোসেন বুলেট ওরফে জলিল (৩৪), পিতা-আব্দুল কুদ্দুস, মাতা-মনোয়ারা বেগম, গ্রাম-উত্তর রামপুর, থানা-সদর দক্ষিণ মডেল, জেলা-কুমিল্লাকে আটক করেন।
তৎক্ষণাৎ আশপাশ হতে আগত উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় উক্ত আসামী তকদীর হোসেন বুলেট ওরফে জলিল (৩৪) এর দেহ তল্লাশী করে তার পরিধেয় থ্রি কোয়ার্টার প্যান্টের কোমড়ের পিছনে গুজানো অবস্থায় ম্যাগজিন সংযুক্ত একটি পিস্তল, যা বাট সহ লম্বা ০৮ (আট) ইঞ্চি, এর নলের একপাশে 7.65 K.N.D (অস্পষ্ট) এবং নলের অপর পাশে MADE IN BRAZIL NO 10 (অস্পষ্ট) লেখাসহ উভয় পাশে ঘষামাজা অবস্থায় পেয়ে উদ্ধারপূর্বক ২০/০৯/২০২৩ খ্রিঃ তারিখ রাত ২০:৫৫ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন।
উক্ত ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় এজাহার দায়ের করলে সদর দক্ষিণ মডেল থানার মামলা নং-২৬ , তারিখ-২১/০৯/২০২৩খ্রিঃ, ধারা- The Arms Act 1878 এর 19A রুজু করা হয়। উল্লেখ্য যে, উক্ত আসামীর বিরুদ্ধে পূর্বে ০৮টি মাদক মামলা, ০১টি অস্ত্র মামলা, ০২টি ডাকাতি মামলা, ০২টি দস্যুতা ও ০২টি অন্যান্য মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।