• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:৪৫ অপরাহ্ন

কুমিল্লায় ব্রাহ্মণপাড়া থানা কর্তৃক ৩০ কেজি গাঁজা উদ্ধার

/ ৫৮ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

গত ২০/০৯/২০২৩ ইং তারিখ ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত এসআই (নিরস্ত্র)/শফিক উল্লাহ, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ব্রাহ্মণপাড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, সীমান্তবর্তী এলাকা হতে ০২ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে পায়ে হেঁটে নাইঘর নোয়াপাড়ার দিকে আসছে।

উক্ত ঘটনার সত্যতা যাচাইকল্পে এসআই (নিরস্ত্র)/শফিক উল্লাহ, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রওনা করে ০৯.৫৫ মিনিটের সময় বর্নিত ঘটনাস্থলে পৌঁছামাত্রই পুলিশের উপস্থিতি টের পায়ে পলাতক আসামীদ্বয়ের বহনকৃত বস্তা ফেলে রেখে আসামীদ্বয় দৌঁড়ে পালিয়ে যায়।

অতঃপর উপস্থিত লোকজন ও সাক্ষীদের সম্মুখে আসামীদ্বয়ের ফেলে যাওয়া দুইটি সাদা রঙের প্লাষ্টিকের বস্তার ভিতর তল্লাশী করে খাকি রঙের স্কচটেপ দ্বারা মোড়ানো ০২ বান্ডিল গাঁজা, যার প্রতিটি বান্ডিলের ওজন ০৮ কেজি করে মোট (০২ x ০৮)= ১৬ কেজি গাঁজা এবং অপর আরো একটি সাদা রঙের প্লাষ্টিকের বস্তার ভিতর তল্লাশী করে খাকি রঙের কসটেপ দ্বারা মোড়ানো ০২ বান্ডিল গাঁজা, যার প্রতিটি বান্ডিলের ওজন ০৭ কেজি করে মোট (০২ x ০৭)= ১৪ কেজি গাঁজাসহ সর্বমোট(১৬+১৪)=৩০ (ত্রিশ) কেজি গাঁজা পেয়ে উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন।


উক্ত ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় এজাহার দায়ের করলে ব্রাহ্মণপাড়া থানার মামলা নং-২৯, তারিখ- ২০/৯/২০২৩ইং ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণি ১৯(গ) রুজু করা হয়।


আরো পড়ুন