গাজীপুর প্রতিনিধি :-
গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ১৮ নং ওয়ার্ড বাড়িয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মাদকদ্রব্য হেরোইন সহ একজনকে আটক করেছে জিএমপি বাসন থানা পুলিশ।
আটককৃত আসামি হলেন গাজীপুর মহানগরী বাসন থানাধীন ১৮ নং ওয়ার্ডের নলজানী (মধ্যপাড়া) বাছেদ মিয়ার ছেলে পারভেজ ওরফে আমিন পারভেজ (৩২)
বৃহস্পতিবার(২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে চার ঘটিকায় বাসন থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১৮ নং ওয়ার্ডের বাড়িয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে “ক” শ্রেনীর ৪নং ক্রমিক হেরোইন বিক্রয় করার সময় ২০ গ্রাম হেরোইন সহ পারভেজ (৩২) কে আটক করে বাসন থানায় নিয়ে পরে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন।
বাসন থানা অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বলেন গোপন সংবাদের ভিত্তিতে বাড়িয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত হেরোইন নিজ হেফাজতে রাখা ও বিক্রয় করার সময় আসাসী কে আটক করা হয় এবিষয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় যা ধারা নং ৩৬(১) সারণির ৮(খ). মামলা নং ২২, ২১ সেপ্টেম্বর ২০২৩ ইং।