• মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১০:৫৯ অপরাহ্ন

অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামী মোঃ জসিম উদ্দিন ৩৫ বছর পর গ্রেফতার!

/ ৫৫ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

গত ১৯৮৮ সালে আগ্নেয়াস্ত্রসহ মোঃ জসিম উদ্দিন কোতোয়ালি থানা পুলিশ কর্তৃক ধৃত হয় এবং ধৃত হওয়ার পর একটি নিয়মিত অস্ত্র মামলা রুজু হয় যার মামলা নং ৩০(৯) ১৯৮৮, অস্ত্র আইন ১৮৮৭ ধারা ১৯ (ক)।

উক্ত মামলা বিচারাধীন থাকা অবস্থায় আসামী মোঃ জসিম উদ্দন জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যায় এবং ২০ বছর বিদেশে অবস্থান করার পর গত ২০১৪ সালে দেশে ফিরে আসলেও আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে নাম ঠিকানা পরিবর্তন করে ০৯ বছর যাবৎ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিল। এদিকে বর্ণিত মামলায় বিজ্ঞ আদালত আসামীর অনুপস্থিতিতে ১০ বছরের কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামীকে প্রেফতারে লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও নজরদারি অব্যাহত থাকে।

এরই প্রেক্ষিতে র‍্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উল্লেখিত অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী’র আমতলা এলাকায় আত্মগোপন করে আছে।

উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৫ জুলাই ২০২৩ইং তারিখ র‍্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ জসিম উদ্দিন (৬০), পিতা- রুহুল আমিন, সাং- বাসা নং টি-৪৪, স্টেশন কলোনী, থানা-কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম’ক আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আসামী’কে জিজ্ঞাসাবাদে সে উক্ত অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামী সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো পড়ুন