• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১১:১৮ অপরাহ্ন

গাজীপুরে পিক-আপের ধাক্কায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

/ ৩৯৫ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেপরোয়া গতির পিক-আপ ভ্যানের ধাক্কায় জেলা ট্রাফিক পুলিশের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তার নাম জামাল উদ্দিন (৫৬)। তিনি গাজীপুর জেলা পুলিশের অধীনে কালিয়াকৈর থানায় টি এস আই হিসাবে কর্মরত ছিলেন। তার বিপি-৬৭৮৬১০৩৮১১। তিনি টাঙ্গাইলের সদর উপজেলার গালা গ্রামের জুনাব আলীর ছেলে। তিনি ১৯৮৬ সাল থেকে পুলিশে কর্মরত ছিলেন। তিনি ২০২৩ সালের আগস্ট মাসে গাজীপুর জেলা ট্রাফিক পুলিশে যোগদান করেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: সানোয়ার হোসেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সকাল ৬: ৫৫ টার দিকে টি এস আই জামাল উদ্দিন গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এর কার্যালয়ের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পেশাগত দায়িত্ব পালন করছিলেন। তিনি উত্তরবঙ্গগামী সিমেন্ট বোঝায় একটি ট্রাক থামিয়ে কাগজপত্র যাচাই করছিলেন। এসময় পিছন থেকে আসা একটি মাজদা নামক পিক আপ (ভোলা-ন-১১-০৩৬২) এর ধাক্কায় ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। পরে পাশে থাকা ট্রাফিক পুলিশের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে সফিপুর তানহা হসপিটাল নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারে এনাম মেডিকেলে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: সানোয়ার হোসেন আরো জানান, নিহত টিএসআই জামাল উদ্দিনের মরদেহ এনাম মেডিকেলে রয়েছে। ঘাতক পিক-আপটি জব্ধ এবং তার চালককে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত পিক-আপের চালকের নাম মোঃ মারুফ (১৭)। তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন মধ্যপাড়া গ্রামের মোঃ মালেকের ছেলে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো পড়ুন