নিজস্ব প্রতিবেদক:
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে ৩৭ বছর বয়সী নাম পরিচয় বিহীন অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেছে জিএমপি’র সদর থানা পুলিশ। গত ১৬ আগস্ট ওই এলাকায় মোবাইল-১ নাইট ডিউটি করাকালে সদর থানাধীন মাস্টারবাড়ী সাকিনস্থ শেখ কামাল ওয়াইল্ড লাইফ সেন্টারের মূল ফটক হতে অনুমান ৫০গজ দক্ষিণে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উপর সড়ক দূর্ঘটনায় একজন অজ্ঞাতনামা পুরুষ (অনুমান ৩৭ ) এর মৃতদেহ পড়ে আছে জানতে পেরে জাতীয় অরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে ১৭ আগস্ট সদর থানার এসআই আব্দুল্লাহ আল রুমান, কনস্টেবল মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া, কনস্টেবল শ্রী সুব্রত ঘটনাস্থলে পৌঁছে উক্ত অজ্ঞাতনামা পুরুষ ব্যাক্তির মৃতদেহ গুরুত্বর অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে।
পরবর্তীতে আশেপাশের স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদে উক্ত অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তিকে কেউ সনাক্ত করতে পারে নাই। তখন স্থানীয় লোকজনের উপস্থিতিতে অজ্ঞাতনামা পুরুষ (৩৭) এর মৃতদেহ বিধি মোতাবেক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পুলিশ ঘটনাস্থলের আশপাশের স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদে জানতে পারে ১৭ আগস্ট দুপুরের দিকে রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়ার সময় অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে পিছন দিক হতে ধাক্কা দিলে উক্ত পুরুষ ব্যক্তি গুরুতর জখম প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এবং অজ্ঞাতনামা গাড়ীর অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যা সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/১০৫ ধারার অপরাধ। এব্যাপারে জিএমপি’র সদর থানার জিডি নং-১৬২২, তারিখ- ১৩/০৮/২০১৩, মামলা নং-২৬, তারিখ ১৯/০৮/২৩ইং।