গত ০৫/০৯/২০২৩ ইং তারিখ বিকাল অনুমান ০৩.১৫ মিনিটের সময় মামলার বাদী দুলাল মিয়া(৫০), পিতা-লাতু মিয়া, সাং-শালুকিয়া, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা এর চালিত সিএনজি গাড়ী যার ইঞ্জিন নং- AZXWMG-32560, চেসিস নং- MD2A27AX8MWG- 11770, ভাড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে চৌদ্দগ্রাম থানাধীন ০২নং উজিরপুর ইউপিস্থ মিয়াবাজার সাকিনে মিয়াবাজার সিএনজি পাম্পের দক্ষিণ পূর্বে চাকার দোকানের সামনে সিএনজি গাড়ীটি নষ্ট হওয়ায় অবস্থান করে।
এখানে ইতিপূর্বে গ্রেফতার হওয়া বিবাদী কাউছারের মাধ্যমে তথ্য পেয়ে আন্তঃজেলা চোর চক্রের সদস্যগণ অন্য একটি সিএনজি যোগে ঘটনাস্থলে চলে আসে। বিবাদী কাউছার অভিনব কায়দায় ভাড়া ঠিক করে দেওয়ার কথা বলে বাদীর সাথে সখ্যতা গড়ে তোলে এবং বাদীর মোবাইল নম্বর নিয়ে চোর চক্রের সদস্যদেরকে দিয়ে দেয়।
বিবাদী কাউছারের মধ্যস্থতায় সদর দক্ষিণ থানাধীন সুয়াগাজী টু কুমিল্লা টাওয়ার হাসপাতালে বাদীকে ভাড়া ঠিক করে পাঠায়। সুয়াগাজী থেকে বিবাদীরা অভিনব কায়দায় তাদের একই চক্রের একজন পুরুষ ও একজন মহিলা বাদীর চালিত সিএনজি গাড়ীতে উঠে। তারপর কুমিল্লা টাওয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা করে বিকাল অনুমান ০৪.১৫ ঘটিকার সময় কুমিল্লা কোতয়ালী থানাধীন টাওয়ার হাসপাতালের পাশে রামঘাটলার পাড়ে পৌঁছায়।
তখন চোর চক্রের একজন সদস্য বাদীকে আইসক্রিমের মধ্যে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে বাদীকে অচেতন করে চোর চক্রের সদস্যরা সিএনজি গাড়িটি চুরি করে নিয়ে যায়। বাদী অচেতন হয়ে পড়লে স্থানীয় লোকজন বাদীকে কুমিল্লা সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুই দিন পর বাদীর জ্ঞান ফিরলে বাদীকে চৌদ্দগ্রাম নিয়ে আসে। উক্ত ঘটনায় বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে চৌদ্দগ্রাম থানার মামলা নং-২৩, তারিখ-১৩/০৯/২০২৩ইং, ধারা- ৩২৮/৩৭৯/১০৯ পেনাল কোড রুজু করা হয়।
মামলা রুজু হওয়ার পর পরই গত-১৩/০৯/২০২৩ ইং তারিখ ঘটনার সাথে জড়িত আসামী ০১। মোঃ কাউসার ড্রাইভার (২২), পিতা-এরশাদ মিয়া, মাতা-খোরশেদা বেগম, সাং-কমলপুর (কাজলের বাড়ি), চৌদ্দগ্রাম পৌরসভা, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, ০২। মোঃ আশিক (৩০), পিতা-সেলিম, মাতা-শাহানারা, সাং-পিপুলিয়া (আজমত কেরানী বাড়ি), থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লাদ্বয়কে গ্রেফতার করে। উক্ত আসামীর দেওয়া তথ্য অনুযায়ী চোর চক্রের সক্রিয় সদস্য আমান প্রকাশ ইমন নামের একজনকে তথ্য প্রযুক্তির সহায়তায় গত-১৭/০৯/২০২৩ইং তারিখ রাত ১২.০৫ মিনিটের সময় চোরাই সিএনজি গাড়ীটি বিক্রি করতে যাওয়ার সময় নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানাধীন সোনাইমুড়ী পৌরসভা চৌরাস্তা সংলগ্ন সিএনজি ষ্টেশনের সামনে পাকা রাস্তার উপর হতে গ্রেফতার পূর্বক সিএনজি গাড়ীটি উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামী ০১। মোঃ আমির হোসেন প্রঃ (ইমন) (৩৪), পিতা-বাবুল মিয়া, মাতা-মুছেনা বেগম, সাং-অশোকতলা ফিরোজ মিয়ার ভাড়া বাড়ি, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা, স্থায়ীঃ রানিছড়া ওলিউল্লাহ বাড়ী, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা, এর দেওয়া তথ্যমতে কুমিল্লা কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ২। মোঃ রাব্বি (২৪), পিতা-মোঃ রিয়াজ মিয়া, মাতা-সাহিদা বেগম, সাং-নোয়াপাড়া, তারা মিয়ার বাড়ী, ওয়ার্ড নং-০৭, বেতয়ালী, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, ০৩। মোঃ ফারুক (৩৬), পিতা- মোঃ হাবিব, মাতা-মৃত ফেরদৌস বেগম, সাং-আড়াইওড়া (উত্তর পাড়া), ওয়ার্ড নং-০৩, ইছাপুর, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা, বর্তমানঃ সাতড়া ছানু চেয়ারম্যান বাড়ী, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লাদ্বয়কে গ্রেফতার করেন।
উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানার মামলা নং-২৩, তারিখ-১৩/০৯/২০২৩ ইং ধারা-৩২৮/৩৭৯/১০৯ পেনাল কোড মূলে তদন্তেপ্রাপ্ত গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।