• শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৬ পূর্বাহ্ন

ঝালকাঠি ডিসি পার্কে সোলাইমানকে কুপিয়ে হত্যার চেষ্টায় গ্রেফতার ০১

/ ৮৮ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুলের নির্দেশে- ডিসি পার্কে যুবক সোলাইমানকে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা চেষ্টার প্রধান আসমী আহম্মদ উল্লাহকে ২৪ ঘন্টার মধ্যে আটক করেছ ঝালকাঠি থানা পুলিশ।


তথ্য সূত্র জানায়- এক যুবতীর ত্রিভূজ প্রেমের কারনে এক প্রেমিক অপর প্রেমিক কে নৃশংসভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করে। ঘটনার পূর্বে মেয়টির ফেসবুক ম্যসেঞ্জার থেকে ঐ যুবককে ডিসি পার্কে আসার জন্য ম্যাসেজ দেয়া হয়।

মামলার এ ক্লু অনুসন্ধানে যুবতীকে ও আসামী করা হতে পারে। যুবতীর মা তার বাবাকে ডিভোর্স দিয়ে ২ সন্তান সহ অপর একজন প্রেমিককে বিয়ে করে। তারা মহিলা কলেজের সামনের বিল্ডিংয়ে ভাড়াটিয়া থাকে।

পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে ষ্টেশন রোডস্থ শিক্ষক মাসুম বিল্লাহর পুত্র আহমদ উল্লাকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে স্বীকারোক্তি দিয়েছে। অপরদিকে মুমুর্ষ অবস্থায় বরিশাল মেডিকেলে সোলাইমানের চিকিৎসা চলছে। তার মা বাদী হয়ে আজ ঝালকাঠি থানায় মামলা দায়ের করেছে। ও,সি নাসির উদ্দিন সরকার তদন্তের স্বার্থে গোপনীয়তা রেখে জানান- প্রধান আসামী কে গ্রপ্তার করা হয়েছে অপর আসামীদের গ্রেপ্তার অভিযান চলছে।


আরো পড়ুন