এইচ.এম.তামীম আহাম্মেদ:-
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউপির রায়চো গ্রামের প্রাচীন মানবিক সংগঠন “রায়চো সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৩ বছর পর পর উৎসব মুখর পরিবেশে ভোটের মাধ্যমে সভাপতি সহ অন্যান্য সদস্য নির্বাচিত হয়।
সে লক্ষ্যেই গত (১৭ সেপ্টেম্বর) রবিবার রাত ৮ টা থেকে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৩ জন সভাপতি প্রার্থীর মধ্যে বিপুল ভোটে সভাপতি পদে জয় লাভ করেন মোঃ নুরুল ইসলাম( মেম্বার) ।
নব নির্বাচিত সভাপতি মোঃ নুরুল ইসলাম বলেন;১৯৭৮ সালে এ সংগঠন প্রতিষ্ঠা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে গ্রামের উন্নয়নের জন্য বিভিন্ন মানবিক কাজে নিরলসভাবে অসহায় দুস্ত মানুষদের সেবা দিয়ে যাচ্ছে। এ নিয়ে ৪ বার সভাপতি নির্বাচিত হয়ে মানুষের করে আসছি “আলহামদুলিল্লাহ”
কালীর বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং নব নির্বাচিত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ সেকান্দর আলী বলেন; নব নির্বাচিত সভাপতি মোঃ নুরুল ইসলাম সম্পর্কে মামা হয় ।
ইউনিয়ন সম্মেলনের পর এ বিজয় আমাকে খুব উৎফুল্ল করেছে। মনে হচ্ছে এটা আমার বিজয়।
জানা গেছে ; ভোটার সংখ্যা ৩১৯ জনের মধ্যে ভোটে অংশ গ্রহণ করে ১৮৬ জন ভোটার। তার মধ্য থেকে ১০৮ ভোট পেয়ে সভাপতি পদে জয়ী হন তিনি ।
তাছাড়াও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব সহ একাদিকবার ইউপি সদস্যের দায়িত্ব পালন করেছেন।