• শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৮ পূর্বাহ্ন

তরুণদের নেতৃত্বে সরকারের পতন ঘটানো হবে : ফখরুল

/ ৩৩ বার পঠিত
আপডেট: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:-
দাবি না মানলে অতীতের স্বৈরাচারদের পতন যেভাবে হয়েছে বর্তমান সরকারের পরিণতিও তাই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দিনাজপুরে রোডমার্চ শেষে বিএনপির সমাবেশে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ জেগে উঠেছে। এই জাগরণের মধ্য দিয়ে তরুণদের নেতৃত্বে সরকারের পতন ঘটানো হবে।

ফখরুল বলেন, শুধু দেশের মানুষ নয়, গণতান্ত্রিক বিশ্বও বলছে বাংলাদেশে এবার নির্বাচন সুষ্ঠু হতে হবে, অংশীদারিত্বমূলক হতে হবে।

সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। বিএনপি মহাসচিব আরও বলেন, উত্তরের জনপদের মানুষ আজ পরিষ্কার করে বলে দিয়েছে এই সরকারের অধীনে কোন নির্বাচন হতে পারে না।


আরো পড়ুন