• রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৪ পূর্বাহ্ন

অক্টোবরে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে যুক্তরাষ্ট্র: পিটার হাস

/ ৭৮ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

অনলাইন ডেস্কঃ-
যুক্তরাষ্ট্র আগামী অক্টোবরের শুরুতে আগাম নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশে পাঠাবে। মঙ্গলবার (১ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে এ কথা জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

নির্বাচন কমিশন কার্যালয়ে পিটার হাস সাংবাদিকদের বলেন, ‌‌‘আমি তাকে (সিইসি) জানিয়েছি যে, অক্টোবরের শুরুতে যুক্তরাষ্ট্র একটি প্রাক নির্বাচন পর্যবেক্ষণ দল পাঠাবে। ’

বৈঠকের আলোচ্য বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন সংশ্লিষ্ট বিষয় ছাড়াও আরপিও সংশোধনের বিষয়ে জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।

সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচন এবং রাজনৈতিক সংকট দূর করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ প্রয়োজন। এছাড়া নির্বাচনে স্বচ্ছতার জন্য গণমাধ্যম ও পর্যবেক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও জানান সিইসি।

এ সময় নিয়ম মেনেই নতুন দলগুলোকে নিবন্ধন দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান সিইসি।

এর আগে বেলা ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান মার্কিন রাষ্ট্রদূত। পরে তিনি সিইসির সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন মার্কিন দূতাবাসের পলিটিক্যাল চিফ আরতুরো হাইনস। এছাড়া উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান ও ইসি সচিব জাহাঙ্গীর আলম।


আরো পড়ুন