• রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৪:২০ পূর্বাহ্ন

শ্রীনগর থেকে বৈদেশিক মুদ্রা চোরাচালান চক্রের ০২ সক্রিয় সদস্যকে গ্রেফতার

/ ১৩৭ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:-
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ০৫ জুন ২০২৩ খ্রিঃ তারিখ র‍্যাব- ১০ এর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন শ্রীনগর বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে বিভিন্ন দেশের ১৩,৪৬,৮০৭/- (তের লক্ষ ছেচল্লিশ হাজার আটশত সাত) টাকা সমমূল্যের ৩৯৮টি বৈদেশিক মুদ্রাসহ বৈদেশিক মুদ্রা চোরাচালান চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। আল-আমিন (৩৬), পিতা-মমিনুল মোল্লা, সাং- দেউলভোগ, বালুর মাঠ, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ ও ২। সিরাজুল ইসলাম টুটুল (৫৫), পিতা- মৃত আব্দুর রশিদ বেপারী, সাং- দেউলভোগ, দয়াহাটা, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে বৈদেশিক মুদ্রা বিক্রয়ের নগদ- ১,১২,০০০/- (এক লক্ষ বারো হাজার) টাকা জব্দ ও ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বৈদেশিক মুদ্রা চোরাচালন চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ চোরাচালানের মাধ্যমে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে অবৈধভাবে পাচারের নিমিত্তে বিভিন্ন লোকজনদের নিকট বিক্রয় করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আরো পড়ুন