• রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৪:০৫ পূর্বাহ্ন

কেরানীগঞ্জ কলাতিয়ায় ২টি রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করেন – শাহীন আহমেদ

/ ১১৩ বার পঠিত
আপডেট: রবিবার, ৪ জুন, ২০২৩

শাহাদাৎ হোসেন মিল্টন:-
আজ ০৪ জুন ২০২৩ইং, রবিবার, বিকালে, ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের, দক্ষিন ফতেনগর মেইন রোড হতে আয়াত আলী বাড়ি এবং কলাতিয়া টি এন্ড টি হতে চর আকছাইল আব্দুল আজিজ এর বাড়ি পর্যন্ত আর সি সি দ্বারা উন্নয়ন ২টি রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করেন, কেরানীগঞ্জ উপজেলা পরিষেদের চেয়ারম্যান শাহীন আহমেদ।

পরে আসামদীপুর জামে মসজিদ মাঠে, কলাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাহের আলীর
সভাপতিত্বে ও কলাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহসান উল্যাহ টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহীন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোহরাব হোসেন খোকন, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, ঢাকা জেলা আওয়ামী লীগ। এম এ গফুর সাবেক সদস্য, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ। শেখ বাবুল হোসেন, সাবেক সদস্য, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ। আব্দুল বারেক, সাবেক সহ-সভাপতি, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ। আরো উপস্থিত ছিলেন কলাতিয়া ইউনিয়নের আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সহ স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে এলাকাবাসীদের আগামী নির্বাচন নৌকার পক্ষে কাজ করার অনুরোধ জানান। এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসন থেকে আওয়ামীলীগের পক্ষে নৌকা প্রতিককে মনোনয়ন নিয়ে নির্বাচন করার আশা ব্যক্ত করেন।


আরো পড়ুন