• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৪:০০ পূর্বাহ্ন

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ০৬ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

/ ১২৮ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:-
গতকাল ২৪ মে ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার এলাকা ও যাত্রাবাড়ী থানাধীন কাজলা ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ট্রাক, কভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায় করাকালীন ০৬ জন চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ জসিম (৪১), ২। মোঃ কাশেম (৪২), ৩। মোঃ শেখ ফরিদ (২৩), ৪। মোঃ কামাল হোসেন (৩৪), ৫। মোঃ ফজলে রাব্বি (২৫) ও ৬। মোঃ বাবু (২৫) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ- ৯,৮৮০/- (নয় হাজার আটশত আশি) টাকা ও ০২টি কাঠের লাঠি জব্দ এবং ০৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আরো পড়ুন