• শনিবার, ০৩ জুন ২০২৩, ০৫:২৩ অপরাহ্ন

প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক!

/ ৬০ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:-
প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের হেরোইনসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০

গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৪ মে ২০২৩ খ্রিঃ তারিখ র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার শ্যামপুর মডেল থানাধীন শহীদনগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৯,৮০,০০০/- (নয় লক্ষ আশি হাজার) টাকা মূল্যের ৯৮ (আটানব্বই) গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোছাঃ মৌলুদা বেগম (৬১) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে মাদক বিক্রয়ের নগদ- ৭,৫১০/- (সাত হাজার পাঁচশত দশ) টাকা জব্দ ও ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে শ্যামপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আরো পড়ুন