• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন

হিলি বাজারে কমেছে সবজির দাম সস্তি ফিরেছে ক্রেতাদের

/ ১৪৯ বার পঠিত
আপডেট: রবিবার, ২১ মে, ২০২৩

হিলি প্রতিনিধি :-
তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে কমেছে সব ধরনের সবজির দাম। বৃষ্টির কারণে ফলন বৃদ্ধি ও বাজারে সরবরাহ বেশি থাকায় সবজির দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

রবিবার (২১ মে) দুপুরে হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, তিন দিন আগে যে বেগুনের দাম ছিলো ৫০ টাকা কেজি, তা বর্তমান বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে, ৬০ টাকার পোটল বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকা কেজি, ৪০ টাকার ঢেঁড়স বিক্রি হচ্ছে ৩০ টাকা, ৮০ টাকার করলা ৪৫-৫০ টাকা, ৪০ টাকার শষা ৩০ টাকা, ১০০ টাকার কাকরুল ৮০ টাকা, ফুলকপি ১০০ টাকা, টমেটো ৩০ টাকা, ১২০ টাকার কাঁচা মরিচ ১০০ টাকা, ৫০ টাকার লাউ ৩০ টাকা পিচ, ৬০ টাকায় কচুরলতি ৫০ টাকা, ৬০ টাকার তরই ৪০ টাকা।

অন্যদিকে ৭৫ টাকার পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকা কেজি, রসুন ১১০-১২০ টাকা ও আদা বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে। দাম কমে যাওয়ায় সাধারণ ক্রেতাদের ফিরেছে সস্তি বিক্রি বেড়েছে বিক্রেতাদের।

হিলি বাজারে সবজি কিনতে আসা মোস্তাফিজুর রহমান বলেন, গত তিন চার দিন আগেও সব তরকারির দামও ছিলো অনেক বেশি। এখন সবজির দাম কিছুটা কম। বাজারে যেভাবে সব জিনিসের দাম বেড়েছে তাতে আমাদের মতো সাধারণ মানুষের বেঁচে থাকা দায় হয়ে পড়েছে। সবজির দাম কিছুটা কমায় সস্তি ফিরেছে।

হিলি বাজারে সবজি খুচরা ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, দীর্ঘদিন পর গত কয়েক দিন ধরে কমবেশি বৃষ্টি হচ্ছে। এতে কৃষকের সবজির ফলন ভালো হচ্ছে। বাজারে আমদানিও প্রচুর হচ্ছে। আমরা কম দামে কিনতে পাচ্ছি, তাই কম দামে বিক্রি করছি। এতে ক্রেতাদের সাথে কথাও কম বলতে হচ্ছে আবার বিক্রিও বেশি হচ্ছে।

হিলি বাজারে পাইকারি সবজি ব্যবসায়ী শাহীন বলেন, আমি বিরামপুর থেকে প্রতিদিন সকালে সবজি পাইকারি কিনে এনে হিলি বাজারে পাইকারি দেয়। কয়েক দিনের বৃষ্টিতে কৃষকের ফলন ভালো হয়েছে। বাজারে সরবরাহ বৃদ্ধি পেয়েছে। ফলে কম দামে কিনতে পারছি, তাই কম দামে বিক্রি করছি। আশা করি, আগামীতে দাম আরও কমবে।


আরো পড়ুন