• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৩:১৫ অপরাহ্ন

যাত্রাবাড়ী মাল্টিমিডিয়া পাম্পে চুরি করে গ্যাস বিক্রির অভিযোগ!

/ ১৮২ বার পঠিত
আপডেট: বুধবার, ১৭ মে, ২০২৩

নুউরুললাহ সবুজ নিজস্ব প্রতিবেদক:-
সরেজমিনে গিয়ে দেখা যায় যাত্রাবাড়ী থানার অন্তর্গত হাসেম রোড পাশে মাল্টিমিডিয়া পাম্পপে বড় মালবাহী কন্টিনার ট্রাকের মধ্যে প্রেয় ১০০ টিরো বেশি সিলিন্ডার রয়েচে। এই গাড়ির মাধ্যমে বিভিন্ন জায়গায় গ্যাস পাচার করে থাকেন! তাতে সাধারণ মানুষ গ্যাস থেকে বঞ্চিত হচ্ছেন । কিন্তু বাসা বাড়ি গুলিতেও পাচ্ছেন না গ্যাস এইসব গ্যাস গুলি প্রাচার হচ্ছে বিভিন্ন অবৈধ মেইল ও কারখানায়, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। প্রশাসনের নাকের ডগা দিয়েই করে যাচ্ছেন চোরাই এই ব্যবসা।

এইসব গ্যাস সরবহ করার নেই কোন গ্যাস লোড করার সু-ব্যস্থা যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা এতে মানুষের জীবন চলেও যেতে পারে।

ইতি মধ্যে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় গাড়ি গুলিতে গ্যাস সংকট দেখা দিয়েছেন, যার কারনে অনেক গাড়ি রাস্তায় বাহির হতে পারছেনা এতে করে মানুষ হয়রানির কবলে পরে আছে। সংস্কার করার নেই কোন দেশে উদ্দেগ, এমন করে গ্যাস বিক্রি সারা দেশের করে যাচ্ছেন কিছু অসাধু পাম্প চক্র মহল।


আরো পড়ুন