• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন

নতুন ডায়েরি – কবিতা

/ ১০৯ বার পঠিত
আপডেট: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

সুফিয়া ডেইজি:-

ডায়েরির ময়লায় চাপা পড়ে গেছে কিছু স্মৃতি, কিছু অভ্যেস।
আজ খুব মনে পড়ছে যে, আর মাত্র পাঁচ দিন পরেই সেই হৈ হৈ তা ধিন ধিন। ছোট বেবিরা যেমন অন্যের উল্টে পড়ে যাওয়ার দৃশ্য দেখে ভাবে ঠিক হয়েছে সেদিন আমায় মেরেছিলি আজ নিজেই পড়ে গেলি,বলেই খুব আনন্দ পায় তা যেন হঠাৎ কারো থেকে চকলেট পাওয়ার চেয়েও অমৃত স্বাদের। আমারও আজ সেই দশা, যেই ভাবছি এবারের আয়োজনে অনেকেই উপোস থেকে রৈ রৈ হবে আবার অনেকে ই নামাজ রোজার খপ্পরে পড়ে শুধু দূর থেকে ঘোল খাবে,আর আমার কথায় ধরি আমি যেমন প্রত্যেক টা এই বিশেষ দিনে ভোরে ঘুম থেকে উঠেই আধা রেডি অবস্থায় বড় ভাবির আয়োজিত পরিবেশনায় পান্তাভাতে ইলিশ সাথে হরেক রকম ভর্তা খেয়ে ডিরেক্ট টয়লেটে এপোয়েন্টমেন্ট নেয়।তা যেমন অন্যের ব্যাঘাত ঘটা এবারের বর্ষ বরণ আর আমার কিছুটা স্বস্তি। জানিনা কতটা বছর আগে এমন রোজা মাখানো জিলাপি পেয়াজু ছোলার মেলায় তসবির ভেলা হয়েছিলো। শুভ নববর্ষের অগ্রিম তরমুজি শুভেচ্ছা!!!!!!


আরো পড়ুন