• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:১০ অপরাহ্ন

কৃষক লীগের প্রতিষ্ঠাতা ১০৩তম জন্ম বার্ষিকী উদযাপন

/ ১০৭ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

মোঃ আলামিন বেপারী:-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফা, বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দক্ষিণবাংলার কৃতী সন্তান, মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর পিতা, সাবেক মন্ত্রী ১৫আগস্ট জাতির পিতার সাথে শহীদ হওয়া অ-সাম্প্রদায়িক নক্ষত্র আব্দুর রব সেরনিয়াবাতের ১০৩তম জন্ম বার্ষিকী তাঁর জন্মস্থান বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের জন্মদিনে (২৮মার্চ) মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শহীদদের স্মরণে নীরবতা পালন শেষে দলীয় কার্যালয়ে সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের ঐতিহাসিক কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।

প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা লিয়াকত আলী হাওলাদার, জসীম সরদার, সহ-সভাপতি আবুল বাশার হাওলাদার, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হরেকৃষ্ণ হালদার, বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান হাওলাদার, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আনিচ সেরনিয়াবাত, যুবলীগের সভাপতি সাইদুল সরদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদকসহ তৃণমুল পর্যায়ের নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন।বাদ যোহর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে জাতির পিতা ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ ১৫আগস্ট সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহসহ জাতির পিতার পরিবার সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন ওই মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফজলুল হক।


আরো পড়ুন