• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন

নগরকান্দা রাস্তার কাজে নিম্নমানের খোয়া, কাজের স্থানে নেই তদারকি কারক(এস ও)

/ ১০০ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

মামুন মিঞা, ফরিদপুর প্রতিনিধি:-
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের তালমা বাজার সংলগ্ন সেতুর দুই পাশে রাস্তা সংস্কার কাজে নিম্নমানের ইটের খোয়া দিয়ে তড়িঘড়ি কাজ করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান।

২৯ মার্চ বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় নিম্নমানের ইটের খোয়া দিয়ে তড়িঘড়ি করে রাস্তা সংস্করণের কাজ করছে আলাউদ্দিন ট্রেডার্স এর শ্রমিকরা।

এ কাজে উপজেলা প্রকৌশল অধিদপ্তর থেকে বরাদ্দ ধরা হয়েছে ৭ লাখ টাকা। কাজ চলাকালীন সময়ে কাজের স্থানে পাওয়া যায়নি তদারকি কারক উপজেলা প্রকৌশলী অফিস নগরকান্দার কোনো কর্মকর্তা বা কর্মচারীকে।

স্থানীয় লোকজন জানান সেতুর দুই পাশে পাঁকা কার্পেটিং ভালো রাস্তা ছিলো, কি কারনে ভালো রাস্তা নষ্ট করে পুনরায় রাস্তায় কাজ করছে তা তাদের জানা নেই।

এ ছাড়া নিম্নমানের ইটের খোয়া দিয়ে কাজ করছে তাতে রাস্তা আগের চেয়ে অনেক খারাপ হচ্ছে। এ বিষয়ে রাস্তায় দেখবাল করার দায়িত্ব থাকা এসও মাফুজ এর ফোন নাম্বারে একাধিক বার ফোন দিলে রিসিভ হয়নি। যার কারনে তার বক্তব্য জানা যায়নি।

তবে রাস্তা সংস্কার এর বিষয় নগরকান্দা উপজেলা প্রকৌশলী মোশাররফ হোসেন বলেন,নিম্ন মানের বা সরকারি সিডিউল এর বাহিরে কাজ করার কোন সুযোগ নেই ঠিকাদারের।
আমি এসও কে বলে দিয়েছি কাজ খারাপ হলে বন্ধ করে দিতে।

এ বিষয়ে তালমা ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, ভালো রাস্তা নষ্ট করে পূনরায় কাজ করছে তা-ও আবার নিম্নমানের ইটের খোয়া দিয়ে তড়িঘড়ি করে কাজ করছে বিষয়টি উপজেলা প্রকৌশলী মোশাররফ হোসেনকে জানানো হয়েছে।


আরো পড়ুন