• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন

আগৈলঝাড়ার পয়সারহাট নদীতে জাল দিয়ে মাছ ধরার জাল জব্দ,জরিমানা আদায়

/ ১১৮ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

মোঃ আলামিন বেপারী, নিজস্ব প্রতিবেদক:-
দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট নদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে নদীতে চটজাল/বের জাল দিয়ে মাছ ধরার সময়ে জাল জব্দ করা হয়েছে।এবং অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার
রাজাপুর গ্রামের রামানন্দ রায়, পিতা মৃত সন্তোষ রায় কে ১০০০ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। জব্দকৃত ৮ কেজি গলদা চিংড়ি ও অন্যান্য মাছ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত এর উপস্থিতিতে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের বাবউদ্দিন পূর্ব সুজনকাঠি এতিমখানা ও গৈলা আল ফারুক এতিমখানায় বিতরণ করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন। এসময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম সহ আগৈলঝাড়া থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন বলেন দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল ভেসাল, চাঁই ,চটজাল ব্যবহার ও বিক্রি বন্ধে অভিযান অব্যাহত থাকবে।


আরো পড়ুন