• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:১৪ অপরাহ্ন

যুবলীগ পরিচয়ে ইমতিয়াজ ও মাজিদুল হক বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার !

/ ১৪৩ বার পঠিত
আপডেট: বুধবার, ২২ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:-
অদ্য ২০ মার্চ ২০২৩ইং বেলা অনুমান ২টা ৩০ মিনিটে (ব্যাগ ভর্তি মাদক-ভারতীয় ফেনসিডিল) নিয়ে বৃষ্টির মধ্যেই সাদা প্রাইভেটকার চালিয়ে আসছিল সীমান্তের ছাওয়ালপুর গোমতী বাঁধে এসেই গাড়ি নষ্ট, এসময় টহলরত ছত্রখিল পুলিশ ফাঁড়ির এএসআই বায়েজিদ টিমের সন্দেহ হলে উক্ত প্রাইভেটকারের সামনে যেতেই-চালক ইমতিয়াজ নিজেকে জেলা যুবলীগের জয়েন সেক্রেটারি বলে পরিচয় দেয় এবং শীর্ষ পুলিশ কর্তাদের সাথে সুসম্পর্ক আছে বলে ইতিপূৰ্বে এস আই আরেফিন সহ একাধিক পুলিশের চাকরির বারোটা বাজাইছি। এসময় সন্দেহ ঘনীভূত হলে পুলিশ প্রশ্ন করেন-গাড়ির ভেতরে ব্যাগ ভর্তি এগুলো কি।


কোন উত্তর না দিয়েই ইমতিয়াজ তালবাহানা শুরু করে একপর্যায়ে পুলিশ স্থানীয়দের সম্মুখে গাড়ির ভেতরের ২টি ব্যাগ খুলে দেখে (ভারতীয় মাদক) ফেনসিডিল। পুলিশ জানান, ০১/ ইমতিয়াজ (৩৭) পিতাঃআব্দুর রহমান ও ০১/ মাজিদুল হক(৩৫) পিতাঃআব্দুল করিম উভয় গ্রামঃশাসনগাছা,থানাঃকোতয়ালী মডেল, জেলাঃকুমিল্লা কে ১০০পিছ ফেনসিডিল সহ গ্রেফতার করা হয় এব্যাপারে মামলা রুজু হচ্ছে।


অনুসন্ধান সূত্র ধরেই প্রকাশঃইমতিয়াজ নিয়ন্ত্রিত চান্দিনা ও শাসনগাছার শীর্ষ মাদক সিন্ডিকেট,দীর্ঘদিন যাবত রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে মাদকের পাইকারি চালান পাঠান।একাধিক বার গ্রেফতার হলেও বের হয়েই আবারও একই কারবারে। প্রায়ই আড়াই মাস পূর্বে এস আই আরেফিন সহ একাধিক পুলিশের বিরুদ্ধে মনগড়া বানোয়াট অভিযোগ এনে চাকরির ক্ষতি করেছিল ইমতিয়াজ। তবে সত্য গোপন থাকে না-১০দিন চোরের একদিন পুলিশের,কুখ্যাত ইমতিয়াজ গ্রেফতারের খবরে-এলাকায় স্বস্তির বাতাস বইছে।


আরো পড়ুন