• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন

সকল শিশুর মুজিব – কবিতা

/ ১১১ বার পঠিত
আপডেট: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

সুফিয়া ডেইজি:-
জন্ম নিলো যুদ্ধ এলো
শক্ত হাতে অগ্নি পেলো,
সোনার চামচ মায়ে দিলো
বীরের সাহস বাবার হলো,
নিজের চোখের স্বপ্ন গুলো
মাটির টানে বিলীন হলো,
ঘুম গুলো সব কল্পনায় ভর
দিনের মাঝে জল্পনা কর,
রত্ন মুজিব যত্নে লহর
ফুলিয়ে ফাঁপিয়ে গর্জনের পর,
আনলো দেশকে মানচিত্রে চড়,
লোহার বাঁধন সকল কাঁদন
পেরিয়ে যখন স্বপ্ন বুনন,
হানলো তখন হিংস্র ক্ষেপণ!
শহিদ হলো ভিন্ন পথে
জন্ম নিলো শিশুর রথে।
  হঠাৎ করে রক্ত খেলে
  মুজিব নিলি  গুলি ঢেলে?
  কাপুরুষে ভিন্ন পথে
  কাড়তে গিয়ে মুজিবটাকে
  ফুল ফুটালি হাজার মুজিব!
  শিশুরা সব শপথ নিলো
  মুজিব হয়ে ঘরে ফিরলো!
  আকাশে বাতাসে স্বপ্ন ভাসে
শিশুর মাঝে মুজিব হাসে।


আরো পড়ুন