প্রেস রিলিজ:-
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৪ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার গনধর্ষণ মামলার পলাতক আসামী ধর্ষক রাজা আহম্মেদ হিমেল (২৫)’কে গ্রেফতার করে।
এসময় তার নিকট হতে ০১টি মোবাইল ফোন ও নগদ- ১৯৫০/- (এক হাজার নয়শত পঞ্চাশ) টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করে । গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।