• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৮:১০ অপরাহ্ন

মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব এএম নাঈমুর রহমান দুর্জয়

/ ৪২ বার পঠিত
আপডেট: বুধবার, ১৫ মার্চ, ২০২৩

মোঃ জিবন আহমেদ ফারুক, নিজস্ব প্রতিবেদক:-
মাতবতার প্রিয় মুখ, গরিব দুঃখী অসহায় মানুষের আস্থারপ্রতিক আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয়।

শিবালয় উপজেলার তেওতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন এর মা ও বোন রোড একসিডেন্টে এ গুরুতর আহত হোন।

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে তাৎক্ষনিক খোজ খবর নেন, এবং তার বিশস্থ্য লোকজনদের দিয়ে অসুস্থ্য রোগীদের চিকিৎসার খবর নেন, মানিকগঞ্জের ১ আসনের এমপি এ এম নাঈমুর রহমান দুর্জয়।পড়ে তার আস্থাভাজন এম এ আকাশ (আব্বাস) প্রমুখ নেতৃবৃদ্ধের মাধ্যমে একসিডেন্ট এ ক্ষতিগ্রস্তদের কাছে তার নিজ তহবিল থেকে সহযোগিতা পাঠানো হয়। সার্বিক সহযোগিতার পর এ এম নাঈমুর রহমান দুর্জয় এম পি অসহায় মানুষের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করে নিয়েছেন, তিনটি উপজেলার জনগনের প্রতি তার ভালোবাসা বিরাজমান।

মাননীয় এমপি নাইমুর রহমান দুর্জয়, তিনি একক ভাবে কাজ করে যাচ্ছেন, নদী ভাঙ্গন,চরণ অঞ্চলের মানুষদের জন্য। তিনি সর্বোচ্চ ব্যাকুল থাকেন চর অঞ্চলের মানুষদের কিভাবে সুখ-দুঃখে পাশে থেকে তাদের ভালোবাসা অর্জন করা যায়।
সেই ভাবেই কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এ এম নাইমুর রহমান দুর্জয়। এবং তাদের বিপদ আপদে তাদেরকে সব সময় সহযোগিতা করে থাকেন তিনি, এবং খবর পেয়ে তাৎক্ষনিক সেই কাজ গুলো সম্পূর্ন করে থাকেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে ঐক্যবেধেঁ কাজ করে যাচ্ছেন।

মেহনতি মানুষদের সাথে নিয়ে, তাদের শারীরিক অবস্থার খোজ খবর নেন আলহাজ্ব এ এম নাইমুর রহমান দুর্জয় এমপি মানিকগঞ্জ – ১


আরো পড়ুন