• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন

স্বপ্নময় বঙ্গবন্ধু

/ ১৪২ বার পঠিত
আপডেট: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

সুফিয়া ডেইজি:-
দুরদান্ত ছুটাছুটি
চিত্তে ভরে উদারভূমি-
বাংলাদেশকেই আঁকতো,
এক চিলতে স্বপ্নটিকে
নিজের মনেই বুনতো,
সেই ৬৬ বলল তারে
নিজের মতো শুনতো,
রক্তগুলো জলোচ্ছ্বাসে
বইয়ে দিতে গুণতো,
দেশের টানে ক্ষুধার বানে
নিজের কথা ভুলতো,
মাটির কথা দশের বাঁচা
সবার আগেই ভাবতো,
কে না জানে ছোট্ট সোনা
বীরের মতো চলতো,
নির্ভীক আর বলিষ্ঠতায়
সব চাহিদায় বলতো,
নিজের অধিকার ফিরিয়ে নিতে সবসময় হাত তুলতো,
সবার মাঝে যুবক মুজিব
বুক ফুলিয়ে ফিরতো,
সত্য কথা ছিনিয়ে নিতে
নিজের ক্ষমতা রাখতো,
মায়ের পায়ের চরণভুমি
চোখের উপর ফুটতো,
যুদ্ধ খেলায় বান ডেকে তাই
হাক তুলে জোর ডাকতো,
প্রতিটি ঘর দূর্গ করে ই
জয় করতে জানতো,
মরেও আজো বেঁচে আছে
জাতির পিতা বঙ্গবন্ধু গর্বিত!


আরো পড়ুন