• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন

“আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ, মোঃ নাজিমউদ্দীন আহম্মেদ(লেলিন)”

/ ১৫৫ বার পঠিত
আপডেট: বুধবার, ৮ মার্চ, ২০২৩

মামুন মিঞা, ফরিদপুর জেলা প্রতিনিধি:-
ফরিদপুরের কোতোয়ালি উপজেলার ১১টি ইউনিয়ন আগামী ১৬মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। কৈজুরী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোঃ নাজিমউদ্দীন আহম্মেদ লেলিনের পক্ষে কাজ করে যাচ্ছে একঝাক উদীয়মান তরুণ নেতা কর্মী। সাথে রয়েছে কিশোর, যুবক,বৃদ্ধ, এমনকি মহিলা কর্মী ও।

ব্যাপক জোয়ার এসেছে লেলিনের পক্ষে। এদিকে চেয়ারম্যান প্রার্থী লেলিন ও মাঠে নেতা-কর্মীসহ সাধারণ পুরুষ মহিলা ভোটারের দোরগোড়ায় এসে হাজির হচ্ছে প্রতি নিয়ত; রাতেও বিরামহীন ভাবে কাজ করে যাচ্ছে লেলিন। তারই ধারাবাহিকতা চরমঙ্গল কোর্ট বিলনালিয়া মাঠে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয় নির্বাচনী পথসভা।

পথসভায় উপস্থিত ছিলেন স্থানীয় আঃসালাম শেখ, মোঃ নুরুদ্দীন মোল্লা, নজরুল ইসলাম, মহিউদ্দিন প্রামাণিক ও রাশেদ মোল্লা।

বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসাই শাহ মোঃ আক্কাস প্রামানিক উপস্থিত জনতার মাঝে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন।

আরও উপস্থিত ছিলেন কৈজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহজাহান মোল্লা।

লেলিন তার বক্তব্যে বলেন আমি আপনাদের মাঝে অতীতও ছিলাম,এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন বর্তমানে আমি নীল স্বপ্ন কিন্টার গার্ডেনের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছি।
অতীতে আমি একটা বেসরকারি সংস্থার থেকে করোনা কালীন সময়ে যতটুকু সম্ভব সাহায্য করেছি।
তিনি আরও বলেন,কিছু দিনের মধ্যে আমার দুটি ভাই মারা গিয়েছে, মা-বাবা অসুস্থ তারপর পরেও আপনাদের ভালোবাসা আমাকে আজ এ পর্যন্ত এনেছে। ইনশাআল্লাহ সবসময়ই সময়ই আপনাদের পাশে থেকে কাজ করে যাবো।


আরো পড়ুন