• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন

রঙিন ব্যর্থতা

/ ১৫৮ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩

সুফিয়া ডেইজি:
সিলভার আর গোল্ডেন সংমিশ্রণের শাড়িতে চমৎকার মানিয়েছে প্রফেসর ইলমাকে!মঞ্চকাঁপানো প্রতিটি শব্দ অতিসাধারণ তবুও গুছানো শৈল্পিক ও সাবলীলভাবে বলেই চলেছে, এতো জনতারভিড় তবু নীরব শান্ত পরিবেশ। পাশে অনেকক্ষণ ধরেই ইলমা নামে প্রশংসা ধ্বনিত হচ্ছে। হঠাৎ বন্ধু সজোর ধাক্কায় ধ্যান ভাঙ্গে আরিয়ানের।যোতিন বলল বন্ধু,ইলমা আজও তোকে ভালোবেসে একা রয়ে গেলো আর এদিকে তুইও বিয়ে করিস নাই অথচ তুই এমনভাবে সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করলি কেউ কারো খবর টুকু জানিস না, তোদের কিছুই বুঝতেছিনা।অপলক দৃষ্টিতে চেয়ে আছে আরিয়ান ইলমার নেমে আসা পথপানে।ইলমা কেমন আছো তুমি? বুকের মাঝে ভুমিকম্প আর ঘুর্ণিঝড় তোলপাড় করে যাচ্ছে দুজনের হৃদপিন্ডদ্বয়ে।তুমি ভালো আছো আরিয়ান?শরীর ভালো আছে তোমার? ইলমা তুমি কেনো একবারও খুঁজলেনা আমায়?যা হারিয়েছে তা না খুঁজে ফিরি,ভালো থেকো-টকটকে টাটকা চিনচিন ব্যথা ! আজও কি আমি সেই সময়ের মাঝে রয়ে গিয়েছি মনে মনে ভাবতে ভাবতে হেঁটে চলেছে ইলমা।নীলাভ আকাশ বিস্তৃত সীমানায় হরেকরঙ মেখে মনোমুগ্ধকরভাবে সেজে রয়েছে চারিপাশ সেখানে নিজের বেদনায় রঙ মাখাতেই গ্রামকে ভুলতে চায়না ইলমা।যদি ও জীবন যুদ্ধে ছুটে চলা ইলমার অধিকাংশ সময় শহরেই বাস।নিজের পড়াশোনা করা কলেজ পর্যায়ের ৫০বছরপূর্তিঅনুষ্ঠানে মোটিভেশনাল স্পিচ দেয়ার নিমন্ত্রণ পেয়েছিলো আর এজন্য অনেক স্মৃতিচারণ,অতীত আজকয়দিন বারবার উদাসীন করে তুলেছিলো তবুও এসেছে।যে ভয়নিয়ে আশংকায় ছিলো আজ তাই হলো।গ্রামের গরীব বাবার মেয়ে বলে আরিয়ানের বাবা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিলো কিন্তু বাবার নির্দেশ উপেক্ষা করেও যখন আরিয়ান আমায় ভীষণ ভালোবাসতো তখন সবপাঠচুকিয়ে ছেলেকে লন্ডনের কোন এক ইউনিভার্সিটিতে ভর্তি করে দেন সাথে আমার কাছে আরিয়ানের বাবা পারিবারিক সম্মান ভিক্ষা চেয়ে নেন ব্যস! সেখানেই সমাপ্তিটানে আমাদের গল্প।কিন্তু কি আল্লাহর কৃপা আজ সেই ইলমা নিজেই এমন এক উপমা যার কথাগুলো শোনার জন্য লাখো শিক্ষার্থীদের অপেক্ষা,অনেকে জীবনের গতিখুঁজে পায় ইলমার কথার মাঝে।যে ইলমা মানুষ কে হাসতে শেখায়,বাঁচতে শেখায়,আনন্দকে ছিনিয়ে আনতে শেখায় সে কেনো আজ পুরনো কাসন্দির গন্ধে ফিরে যাচ্ছে? হঠাৎ ফোনে রিং রিং…. রিসিভ করেই ভাববেন না আমি আসছি ২০০ জন এতিমের জন্যই সব রেডি!গেটে নেমপ্লেটটা বসানোহয়েছে তো?”রঙিন ব্যথার ঘর” বানান ঠিক আছে তো? ওকে আমি সময় মতো পৌছে যাবো………..


আরো পড়ুন