• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন

বিপিএলের প্রাইজমানি চ্যাম্পিয়নের দুই কোটি টাকা জিতবে কারা

/ ১৪২ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঞ্চে এর আগে চারবার ফাইনাল খেলেছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। একবারও হারের তিক্ত স্বাদ নিতে হয়নি এই ক্রিকেটারকে। চারবারই তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে শিরোপা জিতেছিলেন ম্যাজিশিয়ান ম্যাশ।

বিপিএলের মঞ্চে নিজের পঞ্চম ফাইনাল খেলতে আজ (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মাঠে নামবেন মাশরাফী। এবার এই ক্রিকেটারের দল সিলেট স্ট্রাইকার্স। যারা এখন পর্যন্ত একবারও শিরোপা জিততে পারেনি। অবশ্য এবারই প্রথম ফাইনাল খেলছে দলটি।

এদিকে চলতি বিপিএলের মঞ্চের অন্য ফাইনালিস্ট কুমিল্লা ভিক্টোরিয়ান্স হচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। আটবারের এই বিপিএল শেষে সর্বোচ্চ তিনবার শিরোপা নিজেদের করে নিয়েছে কুমিল্লা শিবির। এর মধ্যে শেষ দুইবার ইমরুল কায়েসের নেতৃত্বে শিরোপা জিতেছে দলটি।

আজ এই দুই দলের দেখায় শিরোপা জিতবে কে? উত্তরটা সময়ই বলবে। তবে যে দল শিরোপা জিতবে, তাদের ভাগ্যে থাকবে দুই কোটি টাকা। হ্যাঁ, এবারের বিপিএলের চ্যাম্পিয়নের প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে এই অর্থ।

পক্ষান্তরে ফাইনালের মঞ্চে হেরে গেলে চ্যাম্পিয়নের অর্ধেক পরিমাণ অর্থ জিতবে রানার্স-আপরা। এক কোটি টাকা নির্ধারণ করা হয়েছে রানার্স আপের প্রাইজমানি হিসেবে। বিপিএলের ফাইনাল শেষে ম্যাচ সেরা, টুর্নামেন্ট সেরার পুরস্কারের পাশাপাশি সর্বোচ্চ রান স্কোর, সর্বোচ্চ উইকেট শিকারি এবং টুর্নামেন্টের সেরা ফিল্ডারের পুরস্কারও দেওয়া হবে। কে কত টাকা প্রাইজমানি পাবে, নিচে তা দেওয়া হলো।বিপিএলের প্রাইজমানি

  • ফাইনালের ম্যাচসেরা : পাঁচ লাখ টাকা
  • টুর্নামেন্টের সেরা ফিল্ডার: তিন লাখ টাকা
  • সর্বোচ্চ রান স্কোরার : পাঁচ লাখ টাকা
  • সর্বোচ্চ উইকেট শিকারি : পাঁচ লাখ টাকা
  • টুর্নামেন্টের সেরা খেলোয়াড় : দশ লাখ টাকা
  • রানার্সআপ প্রাইজমানি : ১ কোটি টাকা
  • চ্যাম্পিয়ন প্রাইজমানি : ২ কোটি টাকা


আরো পড়ুন