• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৪:১৮ অপরাহ্ন

পায়ের লেখায় এইচএসসিতে জিপিএ ৪.২৯ জসিম,নির্বাহী কর্মকর্তার শুভেচ্ছা।

/ ১৯২ বার পঠিত
আপডেট: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩

মামুন মিঞা, নিজস্ব প্রতিবেদকঃ-
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কদমতলি গ্রামের অদম্য মেধাবী জসিম মাতুব্বর এইচএসসি পরীক্ষায় বাণিজ্য শাখা থেকে জিপিএ ৪.২৯ পাওয়ায় তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক।

২০২২ ইং শিক্ষাবর্ষে ফরিদপুর সিটি কলেজ ফরিদপুর থেকে এ বছর এইচএসসি পাশ করেন। আজ এইচএসসির ফলাফল প্রকাশ হলে জসিম ৪.২৯ নম্বর পেয়ে পাশ করে উল্লাসে মেতে উঠেন।

জসিমের জন্ম থেকেই দুটি হাত নেই। তাই সমস্ত কাজকর্ম এবং চলাচলের জন্য দু পায়ের উপর নির্ভর করতে হয়।
জসিমের জীবন চলার পথে পঙ্গুত্বকে হার মানিয়েছে সে নিজের জীবন গড়তে শিক্ষার ক্ষেত্রে যুদ্ধ চালিয়ে আজ ইতিহাসে সৃষ্টি করেছে এক নতুন অধ্যায়।

নিজেকে ভিক্ষা ভিত্তি থেকে দুরে রেখে ক্ষুদ্র ব্যবসা করে মানুষের সহায়তায় আজ সে স্কুল পেরিয়ে কলেজ এর প্রথম ধাপ এইচএসসি পাশ করে সুনাম অর্জন করছেন।

গরীবের ঘরে জন্ম হলেও তার চলার পথ থামাতে পারেনি কেউ। তার জীবন যুদ্ধ আজ অনেক স্বাভাবিক মানুষের মনে কড়া নাড়িয়ে দিয়েছে।
ভালো কিছু করতে হলে সাহস এবং মনোবলই যথেষ্ট, সাথে থাকা চাই কঠিন অধ্যবসায়।যা জসিমের ছিলো।

জসিমের শিক্ষা জীবনে সাহসীকতাকে স্বাগত জানিয়েছে সুশীল সমাজ। জসিমের ইচ্ছা সে লেখা পড়া করে মানুষের মতোই একজন ভালো মানুষ হতে চায় এবং কর্মজীবনে একটি সরকারি চাকরি করতে চায়।

তার এই সুন্দর সাধনা,শ্রম, স্বপ্নকে স্বাগত জানিয়েছেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মঈনুল হক।


আরো পড়ুন