• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন

তুরস্কে উদ্ধারকারী দল পাঠাবে নেদারল্যান্ডস

/ ১০৯ বার পঠিত
আপডেট: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে হতাহতদের উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর এএফএডি ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দেশটিতে জরুরি অবস্থাও জারি করা হয়েছে।

হতাহতদের উদ্ধারে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানোর কথা জানিয়েছে নেদারল্যান্ডস সরকার।

সোমবার (৬ ফেব্রুয়ারি) ডাচ পররাষ্ট্রমন্ত্রী ওয়াপকে হোয়েকস্ট্রা জানিয়েছেন, নেদারল্যান্ডস ভূমিকম্পের প্রতিক্রিয়ায় সহায়তার জন্য তুরস্কে একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠাবে।

এক টুইট বার্তায় তিনি জানান, তুর্কি ও সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পের খবরে আমরা হতবাক। আমাদের চিন্তা ভুক্তভোগী, তাদের পরিবার এবং অনেক আহত তুর্কি ও সিরিয়ানদের জন্য। নেদারল্যান্ডস তুর্কিয়েতে একটি অনুসন্ধান এবং উদ্ধারকারী দল পাঠাবে।

টুইট বার্তায় তিনি জানান, তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ যুক্তরাষ্ট্র। এমন ভয়াবহ বিপর্যয়ে কীভাবে সহায়তা করা যায়, সে বিষয়ে খোঁজ নেওয়ার বিষয়েও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।


আরো পড়ুন