• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ন

শ্রদ্ধায়, ভালোবাসায় সাংবাদিক পীর হাবিবকে স্মরণ

/ ১৯২ বার পঠিত
আপডেট: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩

দীর্ঘ সাংবাদিকতা জীবন, বিশ্ববিদ্যালয়ের সহপাঠী কিংবা দল-মত-নির্বিশেষে রাজনৈতিক সহযোদ্ধাদের সঙ্গে পীর হাবিবুর রহমানের সম্পর্ক ছিল পরমাত্মীয়ের মতো। হৃদ্যতার বন্ধনে সবাইকে জড়িয়ে নেওয়া ছিল তার সহজাত প্রবৃত্তি। দেশ ও দশের পক্ষাবলম্বনে ছিলেন নির্ভীক, সংকটে হয়েছেন বলিষ্ঠ। দেশের বহুল প্রচলিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক নির্বাহী সম্পাদক, দেশবরেণ্য এ সাংবাদিককে এভাবেই স্মরণ করেন তার স্বজনরা।

রবিবার (৫ ফেব্রুয়ারি) ছিল পীর হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী। কীর্তিমান এ সাংবাদিককে স্মরণে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে উপস্থিত হয়েছিলেন তার পরিবারের সদস্য, সুহৃদ এবং সহকর্মীরা।

প্রথম মৃত্যুবার্ষিকীতে পীর হাবিবকে স্মরণে হাজির হয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। তার স্মরণে বক্তব্য দেন সাবেক মন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম।

তিনি বলেন, ‘অত্যন্ত রাজনীতি সচেতন ব্যক্তি পীর হাবিব অকালে আমাদের ছেড়ে চলে গেছেন। এ দেশকে তার অনেক কিছু দেওয়ার বাকি ছিল। সাংবাদিকতা এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যেও দিয়ে তিনি একটি সুস্থ ধারা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তিনি তার কাজের মধ্য দিয়েই আমাদের মাঝে বেঁচে থাকবেন। ’

পীর হাবিবের গণমুখী সাংবাদিকতাকে স্মরণ করে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘পীর হাবিব আমাদের দীর্ঘদিনের পথচলার সঙ্গী। ছাত্রজীবনে রাজনৈতিক কর্মকাণ্ড আর পেশাজীবনে সাংবাদিকতা―উভয়ের মধ্য দিয়েই তিনি মুক্তিযুদ্ধের পক্ষে থেকেছেন। তার বিশ্লেষণধর্মী লেখনীতে প্রাধান্য পেয়েছে দেশের মানুষের কথা। তার এই অনবদ্যতা আমাদের জন্য শিক্ষণীয়। ’

আবেগাপ্লুত কণ্ঠে পীর হাবিবকে স্মরণ করেন তারই একান্তজন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম।

তিনি বলেন, ‘পীর হাবিব ছিলেন সকীয় ও সব্যসাচী ব্যক্তিত্বের অধিকারী। চারপাশে বিচরণকারী প্রত্যেকটি মানুষকেই আপন করে নেওয়া ছিল তার অনন্য বৈশিষ্ট্য। লেখক হিসেবে বিভিন্ন বিষয়বস্তুর ওপর তার পাণ্ডিত্য ছিল অনবদ্য। তার সুদূরপ্রসারী পরিকল্পনা আমাদের কর্মস্থল বাংলাদেশ প্রতিদিনকে প্রতিনিয়ত সাফল্যমণ্ডিত করেছে। ’

পরম বন্ধুকে স্মরণ করে তিনি বলেন, ‘পীর হাবিবের শূন্যতা আমি প্রতিনিয়ত অনুভব করি। আমাদের কর্মস্থলে প্রতিনিয়ত তার শূন্যতা বিরাজ করে। সাহসী লেখনী, সাধারণের প্রতি তার প্রতিশ্রুতিবদ্ধতা, সর্বজনবিদিতা তাকে চিরস্মরণীয় করে রাখবে। ’

সহধর্মিণী ডায়না নাজনিন পীর হাবিবকে স্মরণ করে বলেন, ‘আমাদের পরিবারের প্রাণকে আমরা হারিয়েছি। হাঁটি-চলি, কাজ করি, রান্না করি, তবুও এই সব কিছুর মধ্যেও ওকে খুঁজে ফিরি। এত মানুষ, এত স্মরণসভা, সবাই ওকে নিয়ে এত কথা বলে, ও এত উদার মনের মানুষ ছিল, আমি অবাক হয়ে যাই। ’

সভায় পীর হাবিবকে স্মরণ করেন তার পুত্র ব্যারিস্টার আহনাফ ফাহমিন অন্তর এবং ভাই সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।

বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক আবু তাহেরের সভাপতিত্বে স্মরণসভায় আরো বক্তব্য দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান চৌধুরী, মুক্তিযোদ্ধা জাফর ইমাম বীরবিক্রম, এডিটরস গিল্ড বাংলাদেশের সভাপতি মোজাম্মেল বাবু, সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আ ক ম সারওয়ার জাহান বাদশাহ, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর, পূর্ব পশ্চিম ডটকমের সম্পাদক এ বি এম জাকিরুল হক টিটন, সিনিয়র সাংবাদিক তানজির আহমেদ সিদ্দিকী প্রমুখ।


আরো পড়ুন